Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/0nTJhy7
আরজি করের ঘটনার তদন্তে গতি, রাতেই নতুন অধ্যক্ষকে তলব CBI-এর https://ift.tt/BQS2PRz

আরজি করের নতুন অধ্যক্ষ সুহৃতা পালকে এবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হল। হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই সিবিআই তলব বলে সূত্রের খবর। অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজে বুধবার রাতে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট গ্রেপ্তার ১২ জন। এর মধ্যে ১০ জনকে ২২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। বুধবারের হামলার ঘটনায় মোট তিনটি মামলা করছে পুলিশ। আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে বৃহস্পতিবার তলব করা হয় হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে। পাশাপাশি, হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের এক মহিলা অধ্যাপকও বৃহস্পতিবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে সিজিওতে যান। জানা যায়, তাঁরা কে কী জানেন? কী ভাবে এই ঘটনার খবর পেলেন? ঘটনার দিন কে কোথায় ছিলেন? এইসব নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সিবিআই দফতরে পৌঁছন টালা থানার অফিসার ইনচার্জ। তদন্তের কিছু নথি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতেই তিনি গিয়েছিলেন বলে জানা গিয়েছে।আরজি করকাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপরেই বৃহস্পতিবার সকালেই হাসপাতালের তিনজনকে ডেকে পাঠানো হয়। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পরেই এবার আরজি করের নতুন অধ্যক্ষ সুহৃতা পালকেও ডেকে পাঠানো হল। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মঙ্গলবার তদন্ত ভার পায় সিবিআই। কলকাতা পুলিশের তদন্তে অসন্তুষ্ট হয়ে সিবিআইয়ের হাতে তদন্তের দায়িত্ব তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তের শুরু থেকেই তৎপর ছিল সিবিআই। কলকাতা পুলিশের থেকে এই মামলার নথিপত্র সংগ্রহ করেই আরজি কর হাসপাতালের ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/0nTJhy7
Leave Comments
Post a Comment