Bengali News
Bengali News Today
News in Bengali
বাংলা খবর
বাংলা সংবাদ - Ei Samay
from Bengali News, বাংলা খবর, News in Bengali, bengali news today, বাংলা সংবাদ - Ei Samay https://ift.tt/oqZyNHf
প্রিয়াঙ্কার মুখেও 'অব কি বার', নমো মেরুকরণেই https://ift.tt/5z0rGea
এই সময়: 'অব কি বার'...জনতার ভিড় থেকে ভেসে এসেছিল এই তিনটি শব্দ। মহারাষ্ট্রের লাতুরের সভামঞ্চে তখন দাঁড়িয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপির 'অব কি পার ৪০০ পার' স্লোগানের প্রথম অংশটুকু শুনে কয়েক মুহূর্ত থমকালেন সনিয়া-কন্যা। তার পর বলে উঠলেন, 'এ বার আপনাদের সরকার, অব কি বার জনতা কি সরকার'। বিজেপির স্লোগানের খণ্ডাংশ ব্যবহার করেই নির্বাচনী মঞ্চে নতুন স্লোগানের জন্ম দিলেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে দাবি করলেন- জনতার মুড বদলাচ্ছে, বিজেপির নাটক আর কাজ করবে না! প্রধানমন্ত্রী এবং তাঁর দলকে 'মিথ্যুক' বলে আক্রমণের ধারাই শনিবার বজায় রাখল কংগ্রেস। তবে মোদীর প্রচার ঘুরেফিরে আবর্তিত হয়েছে 'মুসলিম' প্রসঙ্গ ঘিরেই। তাঁর মন্তব্যের জন্য বিজেপি নির্বাচন কমিশনের নোটিস পেলেও তিনি যে প্রচারের সুর বদলাচ্ছেন না, সেটা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।কংগ্রেস ক্ষমতায় এলে দেশের মা-বোনদের গয়না, সম্পত্তি সবকিছুর হিসেব করে তা মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে বলে গত কয়েকদিন ধরে অভিযোগ তুলে যাচ্ছেন মোদী। এদিন মহারাষ্ট্রের কোলাপুরের সভায় তাঁকে বলতে শোনা গেল, 'কর্নাটকে কংগ্রেস সরকার গড়ে ২.৫ বছর অন্তর মুখ্যমন্ত্রী বদলের প্ল্যান করেছিল। ছত্তিসগড়, রাজস্থানেও ওরা এই প্ল্যান খাটাতে চেয়েছিল। বিরোধী জোট কেন্দ্রে সরকার গড়লে দেখবেন প্রতি বছর একজন করে প্রধানমন্ত্রী হবেন! আর কর্নাটকের মডেল ওরা পুরো দেশে খাটাবে, যাতে ওবিসিদের জন্য বরাদ্দ ২৭ শতাংশ সংরক্ষণের মধ্যে ঢোকানো হবে মুসলিমদেরও। সংবিধান বদলে দলিত, ওবিসিদের সংরক্ষণ থেকে বঞ্চিত করতে চায় কংগ্রেস। ধর্মভিত্তিক সংরক্ষণ দিয়ে তোষণের রাজনীতি করতে চায়। আর কংগ্রেসের শেহজাদা তো আপনাদের সম্পত্তি কেড়ে নিয়ে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের (পড়ুন মুসলিম) হাতে তুলে দিতে চান। আপনারা এটা হতে দেবেন না।' এক্স প্ল্যাটফর্মে কংগ্রেসের রাহুল গান্ধীর পাল্টা দাবি- দলিত, ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিতে চায় বিজেপিই! ঘটনাচক্রে এদিন মোদীর রাজ্য গুজরাটের সভা থেকে মোদীর আক্রমণের জবাব দিয়েছেন প্রিয়াঙ্কাও। গুজরাটের ভালসাদের সভা থেকে প্রিয়াঙ্কা বলেন, 'আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমার ঠাকুমা প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আবার বাবাও প্রধানমন্ত্রী হিসেবে শহিদ হয়েছিলেন, তাঁর টুকরো টুকরো দেহাংশ বাড়ি এনেছিলাম আমি। মনমোহন সিং দেশে বিপ্লব এনেছিলেন। অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের প্রধানমন্ত্রী না হলেও অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। কিন্তু এই প্রথম দেশে এমন একজন প্রধানমন্ত্রী, যিনি মিথ্যেই বলেন। উনি বলছেন, কংগ্রেস নাকি এক্স-রে মেশিন নিয়ে সাধারণের সম্পত্তি, গয়না, মঙ্গলসূত্র খুঁজে অন্যদের দিয়ে দেবে। আপনারাই বলুন, এটা বিশ্বাসযোগ্য? আত্মবিশ্বাসের অভাবেই কি এত মিথ্যে বলছেন?' তবে শনিবার গোয়ার ভাসকোয় প্রচারে গিয়ে অবশ্য উন্নয়নের আশাই দেখিয়েছেন মোদী। তাঁর দাবি, গত ১০ বছরের কাজ আসলে ট্রেলার, তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় এলে গোয়ার প্রাপ্তির ঝুলি উপচে যাবে।
from Bengali News, বাংলা খবর, News in Bengali, bengali news today, বাংলা সংবাদ - Ei Samay https://ift.tt/oqZyNHf
Previous article
Next article
Leave Comments
Post a Comment