Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/OhkiTSt
রিকি পন্টিংকে কোচের পদ থেকে সরাল দিল্লি ক্যাপিটালস https://ift.tt/yTqp4Hw

২০২৫ সালের IPL-এর আগে দলে বড় বদল করল দিল্লি ক্যাপিটালস। কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল রিকি পন্টিংকে। যার অর্থ, আগামী মরসুম থেকে ক্যাপিটালসের কোচ থাকছেন না পন্টিং। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রিকি পন্টিংয়ে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। গত সাত বছর ধরে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে রয়েছেন পন্টিং। সাত বছর ধরে সাফল্য দিতে না পারার জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। গত সাত বছর ধরে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন রিকি পন্টিং। গতবার টানা তৃতীয় মরশুম প্লে অফে উঠতে পারেনি। তারপর থেকেই পন্টিংকে নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এরপর সৌরভ গঙ্গোপাধ্যাকে দলের ডিরেক্টর হিসেবে আনা হয়। এবার পন্টিংকে সরানোর পর দিল্লির নতুন কোচ কে হবেন সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা। মনে করা হচ্ছে সৌরভই ২০২৫ সালে দিল্লির দায়িত্ব নিতে পারেন।অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে বিচ্ছেদটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে দিল্লি। তবে কী কারণ এই বিচ্ছেদ সেটা অবশ্য লেখা হয়নি। মনে করা হচ্ছে টানা সাত বছর দলের দায়িত্ব পেয়েও তিনি সাফল্য দিতে পারেননি, তাই তাঁর পারফরম্যন্সে খুশি না হয়ে সরানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। ২০০৯ সালে পন্টিং দিল্লির দায়িত্ব নেন এবং ২০২১ সালে প্রথমবার দিল্লি ফাইনালে প্রবেশ করে। যেটা অনেক লম্বা সময়। এবং শেষ তিনটে মরশুম দিল্লি প্লেঅফে প্রবেশ করতে পারেনি। সরলেও দলের সহকারি কোচ প্রবীণ আমরে দায়িত্ব পালন করবেন। তিনি এতদিন সহকারি কোচই ছিলেন। গত বছর অবশ্য দিল্লি ক্যাপিটালস তাদের কোচিং স্টাফে পরিবর্তন করেছিল। ২০২৫ সালে রয়েছে মেগা নিলাম। তার আগে দিল্লি ক্যাপিটালস নতুন করে তৈরি করতে চায় নিজেদের। সেই কারণে কোচ বদলে নতুন করে নামতে চলেছে। এক্ষেত্রে রিকি পন্টিংয়ের জায়গায় কোনও বিদেশির উপর ভরসা রাখে না ভারতীয়কে বেছে নেয় সেইদিকে নজর। একটা মহল মনে করছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দায়িত্ব দেওয়া হতে পারে। তবে যেটাই হোক দিল্লিকে কোচ বাছাই দ্রুত করতে হবে। মেগা নিলামের আগে প্লেয়ার ধরে রাখা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, সেক্ষেত্রে নতুন কোচ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/OhkiTSt
Leave Comments
Post a Comment