ট্রাম্পকে হত্যার চেষ্টা, কান ঘেঁষে বেরোল গুলি! উত্তপ্ত আমেরিকা https://ift.tt/yIFkxUv - MAS News bengali

ট্রাম্পকে হত্যার চেষ্টা, কান ঘেঁষে বেরোল গুলি! উত্তপ্ত আমেরিকা https://ift.tt/yIFkxUv

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। প্রকাশ্য জনসভায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর চলল গুলি। কাল থেকে ঝরে পড়ল রক্ত। ঘটনা ঘিরে উত্তপ্ত আমেরিকা। জানা গিয়েছে, পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষণ চলাকালীন আচমকাই গুলি ছোড়া হয়। বন্দুকবাজদের গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে গেলেও আহত হয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, তাঁর বাঁ কানের উপরের অংশে গুলি লেগেছে। পুলিশ সূত্রের খবর, জনসভায় ট্রাম্পের উপর পরপর গুলি চালানো হয়েছে। মৃত্যু হয়েছে জনসভায় উপস্থি এক সমর্থকেরও। এদিকে, পুলিশের গুলি নিহত হয়েছে বন্দুকবাজ। গোটা ঘটনার একটি হাড়হিম ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। আর সে সময়ই ভরা জনসভায় আচমকা তাঁরে কান ঘেঁষে বেরিয়ে গেল বুলেট। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। সমর্থকরা চিৎকার জুড়ে দেন। তারপরই দেখা যায়, ট্রাম্পের কান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। নিরাপত্তাকর্মীরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। মুষ্টিবদ্ধ হাত উঁচু করে হার না মানার ইঙ্গিত দেন তিনি। গাড়িতেই প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। এরপর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পেনসিলভানিয়ার ওই জনসভা শুরুর কয়েক মুহূর্ত আগে রাইফেল হাতে এক ব্যক্তিকে নিকটবর্তী এলাকার একটি বহুতলের ছাদে উঠতে দেখা গিয়েছিল। পুলিশের হাতে সে নিকেশ হলেও কোনও নাম পরিচয় পাওয়া যায়নি। বলা বাহুল্য, গুলির নিশানা আরও সঠিক হলে ট্রাম্পের মাথায় তা লাগতে পারত। বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এই হামলার ঘটনার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনা শুনেছি। আমি এটা শুনে নিশ্চিন্ত, উনি নিরাপদে এবং ভালো আছেন। ওঁর, ওঁর পরিবার এবং সমাবেশে যারা ছিলেন তাঁদের জন্য প্রার্থনা করি। সম্পূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করছি। ওঁকে নিরাপদে বের করে আনায় সিক্রেট সার্ভিসের কাছে জিল এবং আমি কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের হিংসার কোনও ঠাঁই নেই। এই ঘটনার নিন্দা করার ক্ষেত্রে আমাদের একজোট থাকতে হবে।' ঘটনার খবর পেয়ে টুইট করে নিন্দা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি জানিয়েছেন, মার্কিন গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/oU1ZaP0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads