ব্যাট করতে নামলেন সাত নম্বরে, বল হাতেও দুই ওভার! হার্দিকের ব্যর্থতাতেই ডুবল মুম্বই? https://ift.tt/THrxJCF - MAS News bengali

ব্যাট করতে নামলেন সাত নম্বরে, বল হাতেও দুই ওভার! হার্দিকের ব্যর্থতাতেই ডুবল মুম্বই? https://ift.tt/THrxJCF

সমর্থকদের যদি চিন্তার কোনও কারণ হয়ে থাকে সেটা হচ্ছে হার্দিককে নিয়ে। কোনও দল অধিনায়ককে নিয়ে চিন্তা করছে সেটা অতীতে খুব কম দেখা গিয়েছে। কোনও অজ্ঞাত কারণে নিজেকে সবকিছু থেকে দূরে রাখছেন। বোলিং যেমন পুরো ওভার করছেন না, তেমনই ব্যাটিংয়েও নিজেকে দূরে রাখছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেও দেখা গেল সেই ছবি। দেরিতে ব্যাট করতে এলেন এবং বল হাতেও নিজের পুরো ওভার পূরণ করলেন না।রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ভালো শুরু পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। পিঙ্ক ব্রিগেডের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বইয়ের ওপেনিং জুটি। রোহিত শর্মা, ঈশান কিষান ও সূর্যকুমার যাদব ব্যর্থ হন রান করতে। দলের অবস্থা শুরুতে এতটাই খারাপ ছিল যে ৭.৩ ওভারে ৫২ রানে চার উইকেট হারিয়ে ফেলে মুম্বই। এই সময় আশা করা হয়েছিল ব্যাট করতে হয়তো নামলেন হার্দিক পান্ডিয়া। কঠিন সময়ে নেমে তিনি শেষ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু হল তার উল্টোটা। টসের পর যেই টিম লিস্ট দেওয়া হয় সেখানে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং অর্ডার ছিল পাঁচ নম্বর। কিন্তু তিনি নামলেন সাত নম্বরে। তাঁর আগে নামলেন বোলার মহম্মদ নবি। কিন্তু অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যিনি আবার অধিনায়কও তিনি নামলেন সাত নম্বরে। যা দেখে অবাক হয়েছেন অনেকে। চার নম্বরে ব্যাট করতে নামা তিলক বর্মা করেন ৬৫ রান ও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মহম্মদ নবি করেন ১৭ বলে ২৩ রান। অভিষেক করা নেহাল ওয়াধেরা করেন ২৪ বলে ৪৯ রান। এই নেহাল এবং তিলকের ইনিংস না থাকলে সমস্যা ছিল মুম্বইয়ের। হার্দিক পান্ডিয়া সাত নম্বরে ব্যাট করতে নেমে খুব একটা বেশি পার্থক্য তৈরি করতে পারেননি। তিনি ১০টা বল খেলে ১০ রান করলেন। মারলেন একটা চার। যা দেখে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। অধিনায়ক যেখানে বিপদের সময় দলকে নেতৃত্বে দেবেন, সেখানে হার্দিক বিপদ কাটার পর নামলেন ব্যাট করতে এবং ব্যর্থ হলেন। তিনি হতাশাজনক পারফর্ম করলেন। বল হাতে তিনি প্রথম ওভার করতে এলেন এবং তিনি দিলেন ১১ রান। গোটা ম্যাচে তিনি দুই ওভার বল করে দিলেন ২১ রান। তিনি কেন নিজের পুরো কোটা পূরণ করলেন না বোলিংয়ে সেই প্রশ্ন তুলেছেন সমর্থকরা।


from Bengali News, Latest Bangla News, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/cxVBuel
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads