ভাঙল চিপক দুর্গ, স্টোইনসের সেঞ্চুরিতে CSK-কে উড়িয়ে জোড়া জয় LSG-র https://ift.tt/nmDQfV7 - MAS News bengali

ভাঙল চিপক দুর্গ, স্টোইনসের সেঞ্চুরিতে CSK-কে উড়িয়ে জোড়া জয় LSG-র https://ift.tt/nmDQfV7

ঘরের মাঠের বাইরে গিয়ে জেতাটা বরাবরই কঠিন। আর মাঠটা যদি হয় চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপক তাহলে তো কথাই নেই। কঠিন পিচে অনেক বড় দল জিততে পারেনি। কিন্তু দলে যদি একজন থাকেন তাহলে কথাই নেই। আর সেটাই হল। চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে পরাস্ত করল। আর এটা হল মার্কোস স্টোইনসের জন্য়।টস জিতে প্রথমে ব্যাট করতে পছন্দ করা কেএল রাহুল এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে তিনি জানান শিশির। চেন্নাইতে যেহেতু শিশির পড়ে সেই কারণে তিনি সেই সুবিধাটা নিতে চান। আর সেটা নিলেন।চেন্নাই সুপার কিংসের হয়ে এদিন ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে ও রুতুরাজ গায়কোয়াড়। ওপেনিং জুটি ব্যর্থ হয়। মাত্র এক রান করে প্রথম ওভারে ফেরেন রাহানে। এরপর ড্যারিল মিশেল ব্যাট করতে নামলে তিনিও লম্বা ইনিংস খেলতে পারেননি। ড্যারিল মিশেল মাত্র ১১ রান করে ফেরেন। এরপর রবীন্দ্র জাদেজা উপরের দিকে ব্যাট করতে এলেও গত দুটো ম্যাচের মতো এই ম্যাচে ভরসা জোগাতে পারেননি। জাদেজা ১৬ রান করেন। একটা সময় ১০১ রানে তিন উইকেট হারিয়েছিল চেন্নাই। সেই সময় মাঠে আসেন শিবম দুবে। যেই পিচে রান করা কঠিন হচ্ছিল সেই পিচে সময় দিলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি ওপেন করতে নামলেও সময় নিয়ে ইনিংস খেললেন। ৫৬ বলে সেঞ্চুরি করলেন। আর শেষে তাঁর সঙ্গে পার্টনারশিপ করলেন শিবম দুবে। তবে দুবের ইনিংসটা ছিল অন্যতম বিধ্বংসী। শিবম দুবে যখন নামেন তখন দলের রান ছিল ১০১। আর তিনি যখন আউট হয়ে ফেরেন সেই সময় দলের রান ২০৫। দুবের ইনিংস হচ্ছে ২৭ বলে ৬৬ রানের। তিনি এই দ্রুত ইনিংস খেলে বিশ্বকাপের জন্য কড়া নাড়া শুরু করে দিলেন। অন্যদিকে রুতুরাজ গায়কোয়াড় ৬০ বলে ১০৮ রান করেন। শেষ বলে চার মেরে শেষ করেন মহেন্দ্র সিং ধোনি। ২১০ রান করে CSK। LSG-র বোলারদের মধ্যে একটা করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও যশ ঠাকুর। রান তাড়া করতে নেমে কুইন্টন ডি কক রান পাননি। দলের খাতা খোলেনি যখন তিনি ফেরেন। দীপক চাহারের বলের মুভমেন্ট বুঝতে না পেরে তিনি বোল্ড হন। এরপর আউট হন কেএল রাহুল, তিনি করেন ১৬ রান। এরপর মার্কোস স্টোইনস শুরু করেন নিজের দাপট দেখানো। আর পিছন ফিরে তাকাতে হয়নি লখনউ সুপার জায়ান্টসকে। প্রথমে দেবদত্ত পাড্ডিকল, এরপর নিকোলাস পুরান ও সব শেষে দীপক হুডার সঙ্গে জুটি বেঁধে মার্কোস স্টোইনস দলকে এগিয়ে নিয়ে গেলেন এবং জিতিয়ে ফিরলেন। ১২৪ রানের ইনিংস খেলেন তিনি। ফলে মাত্র চার উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল LSG।


from Bengali News, Latest Bangla News, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/U2qby91
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads