ইউএসের নাগরিকত্ব ৬৬ হাজার ভারতীয়ের https://ift.tt/SAMO0kx - MAS News bengali

ইউএসের নাগরিকত্ব ৬৬ হাজার ভারতীয়ের https://ift.tt/SAMO0kx

এই সময়: সময় যতই বদলাক, ভারতীয়দের ‘দ্য গ্রেট আমেরিকান ড্রিম’ যে ফিকে হয়নি, তা প্রমাণ হয়ে গেল আবারও। ইউএস কংগ্রেস প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ২০২২ অর্থবর্ষে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন প্রায় ৬৬ হাজার ভারতীয়। তবে পরিসংখ্যানের বিচারে ভারত দ্বিতীয়। ইউএস সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকো।মিডিয়া রিপোর্ট বলছে, ২০২২-এ আমেরিকায় বসবাসকারী বিদেশি বংশোদ্ভূতের সংখ্যা ছিল ৪ কোটি ৬০ লাখ! যা দেশটির মোট জনসংখ্যার ১৪ শতাংশ। ওই বছর সব মিলিয়ে মোট ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ জন ইউএসের সিটিজেনশিপ পান। এর মধ্যে লাখ ছাড়িয়েছে মেক্সিকো। সে দেশের ১ লক্ষ ২৮ হাজার ৮৭৮ জন ২০২২-এ ইউএসের নাগরিকত্ব নিয়েছেন। ফিলিপিন্সের তরফে সংখ্যাটা ৫৩ হাজার ৪১৩। কিউবার ৪৭ হাজার।ইউএস সেনসাস ব্যুরোর হিসেব বলছে, ২০২৩-এর তথ্য অনুযায়ী আমেরিকার নাগরিকত্ব নিয়ে সে দেশে বসবাস করছেন প্রায় ২৮ লক্ষ ভারতীয়। মেক্সিকো অবশ্য এ ক্ষেত্রেও ভারতকে টেক্কা দিয়েছে— ১ কোটি ছাড়িয়ে গিয়েছিল ২০২৩ সালেই। সম্প্রতি এ সব ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি চালু করেছে মার্কিন প্রশাসন। তবু এই মুহূর্তে আমেরিকায় থেকে চাকরিরত নাগরিক কিংবা পড়ুয়াদের প্রায় ৪২ শতাংশই সে দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে খবর প্রশাসন সূত্রে। মানে, এঁরা সকলেই আমেরিকার ‘ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট’-এর স্থির করে দেওয়া যোগ্যতামান পূরণ করেছেন। এর মধ্যে অন্যতম একটি প্রধান শর্ত হলো, আইনি ভাবে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে তাঁদের অন্তত ৫ বছর আমেরিকায় বসবাস করতেই হবে।


from Bengali News, Latest Bangla News, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/Bo9QFqs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads