ব্রিটিশ হাইকমিশনারের পিওকে সফরেও বিতর্ক https://ift.tt/PHoKzce - MAS News bengali

ব্রিটিশ হাইকমিশনারের পিওকে সফরেও বিতর্ক https://ift.tt/PHoKzce

এই সময়: এবার কাঠগড়ায় ব্রিটেন! ২০২২-এর এপ্রিলে পাক-অধিকৃত কাশ্মীরে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন আমেরিকান রাষ্ট্রদূত। তৃতীয় পক্ষের এই পদক্ষেপ যে তারা ভালো ভাবে নিচ্ছে না, সেবার স্পষ্ট জানিয়ে দিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে কার্যত আমল না-দিয়েই গত বছর অক্টোবর ও ডিসেম্বরে একই ঘটনা ঘটিয়েছিল জো বাইডেনের দেশ। এবার ভারতের অসন্তোষের কারণ, ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। ১০ জানুয়ারি হঠাৎই পাক-অধিকৃত কাশ্মীরের মীরপুরে যান জেন ম্যারিয়ট। ফিরে এসে এক্স প্ল্যাটফর্মে একাধিক ছবি শেয়ার করতেই নিন্দায় সরব হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। দিল্লিকে না-জানিয়ে ব্রিটিশ হাইকমিশনারের এই সফরকে 'ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন' বলেও উল্লেখ করেছে নয়াদিল্লি।সূত্রের খবর, ভারতীয় বিদেশসচিব বিনয় মোহন কোয়াত্রা এ দিন নিজে গিয়ে দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে কেন্দ্রের আপত্তির কথা জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জারি করে বলা হয়েছে, 'কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।' ওয়াকিবহাল মহলের মতে, বিশেষ ভাবে এই প্রসঙ্গ তুলে ধরার কারণ আদতে গত অক্টোবরে মার্কিন রাষ্ট্রদূতের গিলগিট-বালতিস্তান সফর। পাক-অধিকৃত কাশ্মীরকে সে বার 'আজ়াদ জম্মু-কাশ্মীর' বলে উল্লেখ করেছিলেন ডোনাল্ড ব্লম। আমেরিকা কেন পাকিস্তানের সুরে গাইবে, সেই প্রশ্ন তুলে তখনই কড়া বার্তা দিয়েছিল ভারত। ব্রিটিশ হাইকমিশনারের পিওকে-সফরকে ইসলামাবাদ যে ভাবে সোৎসাহে হাইলাইট করা শুরু করেছে, তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত।রাষ্ট্রপুঞ্জ-সহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে ভারতকে বার বার খোঁচা দিতে চেয়েছে পাকিস্তান। ভারতের পাল্টা জবাবে যদিও অস্বস্তিতেই পড়তে হয়েছে পড়শি দেশকে। ভারত প্রতিবারই জোর গলায় জানিয়েছে, পাকিস্তান আগে পিওকে-কে দখলমুক্ত করুক। সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য নির্যাতন চলে বলেও অভিযোগ ভারতের। একইসঙ্গে ভারত একাধিক বার বলেছে, কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় দেশের হস্তক্ষেপ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। ব্রিটিশ হাইকমিশনারের হালের পিওকে-সফর অবশ্য সেই অর্থে বিতর্কিত নয় বলেই দাবি বিশেষজ্ঞদের একাংশের। মীরপুরে গিয়ে একাধিক শিল্পপতি, আঞ্চলিক নেতা-নেত্রী এবং সরকারি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ম্যারিয়ট। তাঁর এই সফরের মধ্যে যে কোনও রকম 'ভারত-পাকিস্তান অ্যাঙ্গেল' নেই, কার্যত তা বোঝাতে গিয়েই এক্স হ্যান্ডেলে গুচ্ছ ছবি পোস্ট করে ব্রিটিশ হাইকমিশনার লেখেন, '৭০ শতাংশ ব্রিটিশ-পাকিস্তানির শিকড় রয়েছে যেখানে, ইউকে-পাকিস্তানের হার্ট সেই মীরপুর থেকে জানাই সেলাম।' তবু ব্রিটিশ অভিসন্ধি নিয়ে প্রশ্ন উঠছেই।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/kEcH039
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads