'আরও আগে যদি সুযোগ পেতাম...', দলকে জিতিয়েও আক্ষেপ শিবম দুবের https://ift.tt/tFcZaWm - MAS News bengali

'আরও আগে যদি সুযোগ পেতাম...', দলকে জিতিয়েও আক্ষেপ শিবম দুবের https://ift.tt/tFcZaWm

আফগানিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজের আগে শেষবার টি-২০ ম্যাচ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এশিয়ান গেমসের সময়। সেখানেও তিনি তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-২০ তে সুযোগ পেলেও শিবম দুবে খেলেছেন মাত্র ২০টা ম্যাচ। রান ২৭৫। টানা সুযোগ না পাওয়া যার অন্যতম কারণ। এবার ২০২৪ সালে সুযোগ পেয়ে তিনি জ্বলে উঠলেন।আইপিএলে তাঁকে বড় অঙ্কে দলে নিয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। তাঁকে যুবরাজ সিংয়ের জায়গা দেখতে চেয়েছিলেন ধোনি। চোট আঘাত অফফর্মের সঙ্গে লড়াই করে দুবে এবার জাতীয় দলে জায়গা পাকা করার দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এটার জন্য তিনি বেছে নিয়েছেন আফগানিস্তান সিরিজকে। পরপর দুটো ম্যাচে তিনি সেরা হলেন। দ্বিতীয় ম্য়াচে তিনি ৬৩ রানে অপরাজিত থাকলেন। নবিকে তিনি এই ম্য়াচে পরপর তিনটে ছয় মারেন। পরপর দুটো ম্য়াচে সেরা ইনিংস খেলেও শিবম দুবে নিজের ইনিংসে খুশি নন। তিনি আরও আগে ম্যাচ শেষ করতে চেয়েছিলেন। তিনি ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। তিনি মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করেন। সেখানেই তিনি রানের গতি ঠিক করে দেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকলেন ৬৩ রানে। পাঁচটা চার ও চারটে ছয় ছিল তাঁর ইনিংসে। দুটো ম্যাচই তিনি শেষ করলেন রিঙ্কু সিংয়ের সঙ্গে।ম্যাচের পর তিনি বলেন, ‘অধিনায়ক খুব খুশি, উনি আমাকে বলেছেন আমি খুব ভালো কেলেছি। আমি ও যশস্বী দু’জনের খেলার ধরন এক, ফলে আমরা জানতাম কী করতে হবে। আমি স্পিনারদের মারতে চাইছিলাম। তবে আমরা পরে আলোচনা করি আক্রমণে গিয়ে দ্রুত ম্যাচ শেষ করতে। আমরা মাথায় কোনও টার্গেট রাখিনি। তবে আমরা আগে সুযোগ পেলে ম্যাচ শেষ করতে পারতাম।’প্রথম ম্যাচের পর শিবম দুবে জানিয়েছিলেন রোহিত খুব খুশি তাঁর খেলায় আর দ্বিতীয় ম্যাচের পরও একই কথা বললেন। তিনি জানান, স্পিনারদের মারতে পারাটাই তাঁর সবথেকে ভালো দিক। বোলিংয়ে তাঁর খারাপ দিন গেলেও ব্যাটিংয়ে সেটা তিনি পুষিয়ে নেন। বলেন, ‘অনেক জিনিস আমার পক্ষে গিয়েচে। স্কিলের পাশপাশি মানসিক দিক থেকে আমরা কতটা তৈরি ছিলাম সেটাও গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে চাপ সামলিয়েছিল, এবং কোন বোলারদের মারতে হয়ে সেই পরিকল্পনা করেছি সব কাজে লেগেছে।’শিবম দুবের এই ফর্ম দেখে তাঁকে হার্দিক পান্ডিয়ার জায়গায় জাতীয় দলে দেখতে চাইছেন অনেকে। তাঁর সঙ্গে হার্দিক পান্ডিয়ার প্রোফাইলের মিল রয়েছে। তবে তিনি হার্দিকের জায়গায় সুযোগ পাবেন কি না সেটা অবশ্য সময় বলবে।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/laNjXEJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads