মুখে জয় শ্রীরাম ধ্বনি! খালি পায়ে মুম্বই থেকে অযোধ্যা পাড়ি রামভক্ত শবনমের https://ift.tt/NmZBLIv - MAS News bengali

মুখে জয় শ্রীরাম ধ্বনি! খালি পায়ে মুম্বই থেকে অযোধ্যা পাড়ি রামভক্ত শবনমের https://ift.tt/NmZBLIv

দেখার উন্মাদনায় হেঁটেই পাড়ি দিলেন শবনম। তাঁর ধর্ম আলাদা। ভগবান রাম তাঁর আরাধ্য দেবতা নন। তাতে কী? স্টিরিওটাইপ বিশ্বাস ভেঙে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে ২২ জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠা উৎসবে পৌঁছবেন রামভক্ত এই মুসলিম তরুণী। রামের উপাসনা করতে হিন্দু হওয়ার প্রয়োজন নেই। ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারীদের যেন এই বার্তা দিতেই হাঁটতে শুরু করেছেন শবনম। তাঁর মতে, মন থেকে ভালো মানুষ হলেই রামের ভক্ত হওয়া যায়। তাই মুম্বই থেকে পায়ে হেঁটে অযোধ্যা পর্যন্ত যাত্রা শুরু করেছেন তিনি। মোট ১৪২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছবেন রাম মন্দিরে। খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। ধর্মের ধ্বজ্বাধারীরা ইতিমধ্যেই শবনমকে টাইমলাইন জুড়ে গাল পাড়তে শুরু করেছেন। লাগাতার কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। তা সত্ত্বেও লক্ষ্য থেকে টলানো যায়নি এই মুসলিম তরুণীকে। গেরুয়া পতাকা হাতে নিয়ে অযোধ্যার পথে এগিয়ে চলেছেন তিনি। মাথা ঢাকা রয়েছে হিজাবে। কিন্তু, কেন হঠাৎ রাম মন্দির যাত্রা? শবনমের অকপট উত্তর, 'ভগবান রাম সকলেরই। জাত বা ধর্মের ভেদাভেদ করে তাঁর ভাগ করা যায় না।' মুসলিম তরুণীর বক্তব্য, 'রামের উপাসনা করতে গেলে সমস্ত সীমানা তুচ্ছ হয়ে যায়। শুধু হিন্দুরাই রামের ভক্ত হতে পারেন, এমনটা মোটেও নয়। ভালো মানুষ হলেই রামের আরাধনা করা যেতে পারে।' এই যাত্রাপথে শবনমের অপর দুই সঙ্গী রামভক্ত রমন রাজ শর্মা এবং বিনীত পাণ্ডে। বর্তমানে নেটপাড়ায় ভাইরাল এই তিন পুণ্যার্থীর রাম মন্দির যাত্রার খবর। যাত্রাপথে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ। খাবারের ব্যবস্থা থেকে মাথা গোঁজার ঠাঁই, সব কিছুরই বন্দোবস্ত করে দিয়েছে পুলিশ। জয় শ্রীরাম ধ্বনিতে শবনমকে স্বাগত জানিয়েছেন ওলি-গলির মানুষ। মুসলিম নাগরিকরাও শবনমের এই উদ্যোগে খুশি। প্রতিদিন ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন শবনম এবং তাঁর দুই সঙ্গী। আপাতত মধ্য প্রদেশ পর্যন্ত পৌঁছেছেন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে অযোধ্যায় পৌঁছতে পারবেন? শবনমের উত্তর, 'কোনও নির্দিষ্ট দিনের কথা মাথায় রেখে যাত্রা শুরু করিনি। ধর্মের গণ্ডি পেরিয়েও যে ভক্তি রাখা যায়, এই যাত্রার মাধ্যমে সেটাই তুলে ধরতে চেয়েছি।' জন্মসূত্রে মুসলিম হলেও শবনম ছোটবেলা থেকেই ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। তাই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঠিক হতেই আর অপেক্ষা করতে পারেননি তরুণী। হাতে গেরুয়া পতাকা নিয়ে, মাথায় হিজাব পরে, খালি পায়েই মুম্বই থেকে অযোধ্যার উদ্দেশে হাঁটতে শুরু করেন। ঈশ্বরকে ভালবাসায় জাত ধর্ম কোনও অন্তরায় হতে পারে বলে মনে করছেন তিনি। শবনম গর্ব করেই বলেন, রামের পুজো করার জন্য হিন্দু হতে হয় না। নিজের এই ভক্তি আর বিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলেছেন দুর্গম পথ।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/UrCn2E7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads