রোহিতের জন্যই এই হাল টিম ইন্ডিয়ার, বিস্ফোরক তোপ রবি শাস্ত্রীর https://ift.tt/vBwcyMQ - MAS News bengali

রোহিতের জন্যই এই হাল টিম ইন্ডিয়ার, বিস্ফোরক তোপ রবি শাস্ত্রীর https://ift.tt/vBwcyMQ

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই চালকের আসনে চলে এসেছে। প্রথম ইনিংসের বিচারে দক্ষিণ আফ্রিকা অনেকটাই সামনের দিকে এগিয়ে গিয়েছে। ডিন এলগারের শতরানের দৌলতে প্রোটিয়াদের পাল্লা ভারী হতে চলেছে। এখন টিম ইন্ডিয়া যখন পিছিয়ে পড়ছে, তখন রোহিত শর্মার ক্যাপ্টেন্সি আরও একবার সমালোচকদের টার্গেট হতে শুরু করেছে।টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রোহিত শর্মার একটি সিদ্ধান্ত একেবারেই হজম হয়নি। এই ম্যাচের দ্বিতীয় সেশন শুরু হতেই ভারতীয় ক্রিকেট দলের সেরা বোলারদের ব্যবহার না করা নিয়ে রোহিতের অধিনায়কত্বের চূড়ান্ত সমালোচনা করেন। আসলে মধ্যাহ্নভোজের পর বল করার জন্য শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে আসেন। যদিও এই দুই বোলার প্রথম সেশনে একেবারেই নজর কাড়তে পারেননি। এই পরিস্থিতিতে শাস্ত্রীজি'র বক্তব্য ছিল, এই দুজন বোলারের পরিবর্তে রোহিত উচিত ছিল সিরাজ এবং বুমরাহর হাতে আক্রমণের দায়িত্ব তুলে দেওয়া। রবি শাস্ত্রীর এই বক্তব্য নেহাতই অমূলক ছিল না। কারণ দ্বিতীয় সেশনে ডিন এলগার এই দুই বোলারকে কার্যত কচুকাটা করেছেন। রবি শাস্ত্রীর কথা অনুযায়ী, একটা নতুন সেশন যখন শুরু হয় তখন দলের সেরা বোলারদেরই ব্যবহার করা উচিত। কারণ সেইসময় ব্যাটাররা সেট হতে কিছুটা হলেও সময় নেয়। এই পরিস্থিতিতে উইকেট পাওয়ার কিছুটা হলেও সুযোগ থাকে।কী বললেন রবি শাস্ত্রী?শাস্ত্রী বললেন, 'একেবারে শেষ অস্ত্র হিসেবে এই দুই বোলারকে (শার্দূল এবং প্রসিদ্ধ কৃষ্ণ) সেশনের শুরুতে নিয়ে আসা যেতে পারে। আমি যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলাম, তখনও বেশ কয়েকবার এই ব্যাপারে আলোচনা করা হয়েছিল। আমরা প্রতিটা ম্যাচে সেশনের শুরুতে দলের দুই সেরা বোলারকে ব্যবহার করতাম।'সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে প্রথম সেশনে বেশ বুঝেশুনে শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনের শুরুতেই রোহিত শর্মা শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে আসেন। দুজনে ৮ ওভারেই ৪২ রান দিয়ে ফেলেন। আর সেকারণেই রোহিতের এই সিদ্ধান্ত নিয়ে রবি শাস্ত্রী রীতিমতো রেগে যান।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/URo4L8g
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads