8-10 টাকা সস্তা হবে পেট্রল-ডিজেল! জ্বালানি শুল্কে মেগা ছাড়ের পরিকল্পনা https://ift.tt/euHaP72 - MAS News bengali

8-10 টাকা সস্তা হবে পেট্রল-ডিজেল! জ্বালানি শুল্কে মেগা ছাড়ের পরিকল্পনা https://ift.tt/euHaP72

লোকসভা নির্বাচনের আগে পেট্রল-ডিজেলের দাম কমাবে নরেন্দ্র মোদী সরকার? বছর শেষে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। সূত্রের খবর, জ্বালানির দাম কমাতে একাধিক পরিকল্পনা করেছে কেন্দ্র। ফেব্রুয়ারিতে পেশ হতে চলা বাজেটে যা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। অর্থ মন্ত্রক সূত্রে খবর, ভোটের মুখে জ্বালানির দাম লিটারে 10 টাকা করে কমাতে পারে কেন্দ্র। দাম কমাতে শুল্ক হ্রাসের বিষয়ে চিন্তা ভাবনা চলছে। পেট্রল ও ডিজেলের ক্ষেত্রে যথাক্রমে লিটার প্রতি 8 ও 6 টাকা করে শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রায় দু'বছর পর জ্বালানি শুল্ক কমাতে চলেছে সরকার।ক্রুড অয়েলের দামউল্লেখ্য, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপর পেট্রল-ডিজেলের মূল্য নির্ভর করে। গত কয়েক মাস ধরেই যা ব্যারেল প্রতি 80 ডলারের নীচে ঘোরাফেরা করছে। শুক্রবার ব্রেন্ড ক্রুড অয়েল বিক্রি হচ্ছে 78.39 মার্কিন ডলার/ব্যারেল দরে। অন্যাদিকে এক ব্যারেল WTI ক্রুড অয়েলের দাম রয়েছে 72.03 মার্কিন ডলার। দু'টি ক্ষেত্রে বৃহস্পতিবারের চেয়ে দাম কিছুটা কমেছে। চার মহানগরে দামঅপরিশোধিত তেলের দাম লাগাতার কমলেও এখনও পর্যন্ত জ্বালানি মূল্যে তার কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি। এদিনও পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। প্রসঙ্গত, দেশের চারটি মেট্রো শহরের মধ্যে দিল্লিতেই দাম তুলনামূলকভাবে সস্তা। অন্যদিকে মুম্বই, কলকাতা, চেন্নাই বা বেঙ্গালুরুর মতো শহরে এখনও লিটারে 100 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে পেট্রল। নীচে রইল চারটি শহরের দামের চার্ট...
মেট্রো শহর পেট্রলের দাম (লিটার প্রতি টাকায়) ডিজেলের দাম (লিটার প্রতি টাকায়)
দিল্লি 96.72 89.62
মুম্বই 106.31 94.27
চেন্নাই 102.63 94.24
কলকাতা 106.03 92.76
জ্বালানির দাম নিয়ন্ত্রণ ইস্যুতে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 'গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপ ও আমেরিকায় পেট্রল-ডিজেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম 70 থেকে 80 শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ভারতে 5 শতাংশ কমেছে জ্বালানির দাম।' 2022-র 22 মে শেষবার বেড়েছিল জ্বালানির দাম। তার পর থেকে গত 19 মাসে পেট্রল-ডিজেলের বিক্রয় মূল্যে কোনও পরিবর্তন হয়নি। নতুন বছর শুরুর আগেই জ্বালানি শুল্ক হ্রাস সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে খবর সূত্রের।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/iGM2Olt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads