অমৃত ভারত এক্সপ্রেসে বুকিং শুরু, মালদা টাউন থেকে ট্রেন ছাড়বে কখন? https://ift.tt/EAgxlSw - MAS News bengali

অমৃত ভারত এক্সপ্রেসে বুকিং শুরু, মালদা টাউন থেকে ট্রেন ছাড়বে কখন? https://ift.tt/EAgxlSw

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে জল্পনা সত্যি করে মালদা টাউন স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ইতিমধ্যেই মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেন। 42 ঘন্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেনটি। সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে 130 কিমি। তবে গড় গতিবেগ হবে বেশ কিছুটা কম।রেলের প্রদত্ত তথ্য অনুযায়ী, এই অমৃত ভারত এক্সপ্রেসে কোনও এসি কামরা নেই। মোট 22 টি কামরার মধ্যে 8 টি থাকছে জেনারেল কামরা ও বাকিগুলো স্লিপার কোচ। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়ে একাধিক সুবিধা রাখা হয়েছে এই ট্রেনে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

অমৃত ভারত এক্সপ্রেসের টাইম টেবিল জানুন

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল 8:50 মিনিটে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। মঙ্গলবার ভোর 3 টের সময় সেটি পৌঁছবে বেঙ্গালুরুতে। আবার অন্যদিকে বেঙ্গালুরু থেকে রবিবারে 13:50 মিনিটে ছাড়বে অমৃত ভারত। সেটি মালদা এসে পৌঁছবে মঙ্গলবার 11টায়। এক্ষেত্রে সময় লাগছে 42 ঘণ্টা। সপ্তাহে একদিন করে এই পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। আপাতত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার থেকেই এই ট্রেনের টিকিট বুকিং শুরু হবে। 22 টি কোচের মধ্যে স্লিপার ও জেনারেল কোচের মধ্যে ভাগ থাকলেও কোচগুলো সবই অত্যাধুনিক।বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের দিকে খেয়াল রেখে ট্রেনের ভিতরে বিশেষ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। পা দিয়েই সুইচ টিপলেই কল থেকে বেরোবে জল। এরফলে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা সুযোগ পাবেন। শুক্রবার মালদা টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও ইংরেজ বাজারের বিধায়ক রূপা মিত্র চৌধুরী। দেশের মধ্যে দ্বিতীয় এই চলবে মালদা থেকে। নতুন এই 'অমৃত ভারত' এক্সপ্রেস মালদা টাউন স্টেশনের মুকুটে নতুন পালক হিসেবেই গণ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবগতরা। শনিবার এই ট্রেনটির উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/OZaegiL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads