শীতের শিরে সংক্রান্তি! আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/LaRSUK5 - MAS News bengali

শীতের শিরে সংক্রান্তি! আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/LaRSUK5

অক্টোবরের শেষে দিকের হিমেল আমেজ রীতিমতো আশা বাড়াচ্ছিল শীতপ্রেমীদের। কিন্তু, নভেম্বরের শুরু থেকেই ফের একবার বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। স্বাভাবিকভাবেই শীতের জন্য হা পিত্যেশ করছে বাঙালি। জেলায় দিকে তাপমাত্রা হালকা কমলেও কলকাতায় দিনের বেলা রীতিমতো ঘাম ঝরছে। সেক্ষেত্রে প্রশ্ন, কবে জাঁকিয়ে পড়বে শীত?বঙ্গে কবে শীত?আলিপুর আবহাওয়া দফতর এখনই শীতপ্রেমীদের কোনও আশার কথা শোনাতে পারছে না। আপাতত পূর্ব দিকে বাতাস বওয়ার কারণে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। শুক্রবার একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টির কারণে তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়তে পারে। তবে আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ৭ তারিখ থেকে ফের একবার কমতে পারে তাপমাত্রার পারদ। কেমন থাকবে কলকাতার আবহাওয়া?কলকাতা থেকে শীতের আমেজ কার্যত গায়েব। দিনের বেলা তো বটেই, রাতের দিকেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। শহরের আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে কমবে না তাপমাত্রার পারদও। ৭ তারিখের আগে শহরের তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনাই নেই।কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?আগামী ৩ এবং ৪ নভেম্বর দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ক্রমশ কমবে জলীয় বাষ্পের পরিমাণ। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে বলেই জানা যাচ্ছে। এদিকে এই সপ্তাহে জম্মু-কাশ্মীর , লাদখে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বর্ষার মতো শীতেও এল নিনোর কোনও প্রভাব পড়বে কিনা, তা নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। পূর্বাভাস রয়েছে, অন্যান্য বছরের থেকে চলতি নভেম্বর অপেক্ষাকৃত উষ্ণ হবে। তবে এখনও পর্যন্ত এল নিনোর ঠিক কতটা প্রভাব ভারতের জলবায়ুর উপর পড়তে চলেছে? তার স্পষ্ট কোনও উত্তর এখনও পাওয়া যায়নি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/CY5nXkl
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads