রামায়ণ থেকে কোন শিক্ষা গ্রহণ করেছেন ধোনি? জানালেন নিজের মুখেই https://ift.tt/x9kBWbA - MAS News bengali

রামায়ণ থেকে কোন শিক্ষা গ্রহণ করেছেন ধোনি? জানালেন নিজের মুখেই https://ift.tt/x9kBWbA

ভারতীয় ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির অবদান নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তাঁর নেতৃত্বে ভারত দু'বার বিশ্বকাপ খেতাব জয় করেছে। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, ধোনি এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে যাচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে ধোনিকে সম্পর্কিত কিছু প্রশ্ন করা হয়েছিল। সেখানেই তিনি জানান যে ভারতের এই মহাকাব্য থেকে তিনি এমন একটি শিক্ষা গ্রহণ করেছেন, যা তাঁকে গোটা ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে গিয়েছে। কী ছিল সেই শিক্ষা? আসুন সেই ব্যাপারেই বিস্তারিত জেনে নেওয়া যাক।এই অনুষ্ঠানে বললেন, 'রামায়ণে আমরা দেখেছি, সমুদ্রের উপর দিয়ে লঙ্কায় যেতে হত। হনুমানজী'র সেই ক্ষমতা বরাবর থাকলেও, ব্যাপারটা সম্পর্কে তিনি একেবারেই অবগত ছিলেন না। জীবনে এমন অনেক চাপের মুহূর্ত আসে, যখন আপনি নিজেই ভুলে যান যে আপনার মধ্যে ঠিক কতটা ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে অনেক সময়ই আমরা উলটোদিকের মানুষটাকে কৃত্রিম আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করি। একজন প্রতিভাবান মানুষের থেকে একজন আত্মবিশ্বাসী মানুষ তখনই বেশি সফল হয়, যখন সে নিজেই নিজেকে প্রশ্ন করতে পারে।' ধোনির এই ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। শুরু হয়ে গিয়েছে কমেন্টের বন্যাও। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনিকে আমরা মাঠে 'ক্যাপ্টেন কুল' বলেই হৃদয়ের মণিকোঠায় সাজিয়ে রেখেছি। তাঁর বেশ কয়েকটি 'তাৎক্ষণিক' সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট ইতিহাসে নবজাগরণ ঘটিয়েছিল। তা সে ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে অনামী যোগিন্দর শর্মার হাতে বল তুলে দেওয়া হোক, কিংবা ২০১১ সালে যুবরাজ সিংয়ের আগে ব্যাট করতে নামার সিদ্ধান্ত। প্রতিটা সিদ্ধান্তই ভারতীয় ক্রিকেট সমর্থকদের এক একটা চিরস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। এতকিছুর মধ্যেও সমর্থকদের প্রশ্ন একটাই। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে খানিকটা যে ধোঁয়াশা তিনি বাড়িয়ে দিলেন, তা বলাই বাহুল্য। তিনি বললেন, 'আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন যে কয়েকমাস আগেই আমার হাঁটুর অপারেশন হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি অবশ্যই খেলব। আপনারা সকলেই আমাকে খেলতে দেখবেন। আর সেটা না হলে আমি আপনাদের সঙ্গে বসেই ম্যাচ দেখব।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/zNxsntS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads