Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/pVEGe0K
সেঞ্চুরি মিসে হতাশ? ব্যক্তিগত গাড়িতে স্টেডিয়াম ছাড়লেন বিরাট কোহলি https://ift.tt/GDdep7R
ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের শ্রীলঙ্কাকে দুরমুশ করে দিল ভারত। চলতি বছর শ্রীলঙ্কার সঙ্গে শেষ দুটো সাক্ষাতে বড় ব্যবধনে জিতল টিম ইন্ডিয়া। এশিয়া কাপে ১০ উইকেটে জেতার পর এবার বিশ্বকাপে ৩০২ রানে জয়লাভ করল রোহিত শর্মা ব্রিগেড। ভারতের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ১৯.৪ ওভারে মাত্র ৫০ রান করল। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার এই রাতে দেখা গেল অন্য ছবি। ম্যাচের পর বিরাট কোহলিকে দেখা গেল দলের সঙ্গে বাসে দেখা গেল না।। ম্যাচ শেষে রোহিত শর্মা জানান এবার বিশ্বকাপে প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনালে প্রবেশ। সেটা করতে পারল তারা, এবার টার্গেট ফাইনাল জেতা। ম্যাচের পর বেশ কিছুক্ষণ সেলিব্রেশনে ব্যস্ত ছিলেন প্লেয়াররা। এরপর দল টিম বাসে ওঠার সময় দেখা গেল সেখানে নেই বিরাট কোহলি। পরে দেখা যায় নিজের ব্যক্তিগত ল্যান্ড রোভারে করে স্টেডিয়াম ছাড়ছেন তিনি। যার দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। কেন টিম বাস ছেড়ে ব্যক্তিগত গাড়িতে করে স্টেডিয়াম ছাড়লেন তা জানা যায়নি। মনে করা হচ্ছে যেহেতু মুম্বইতে তাঁর বাড়ি আছে সেইকারণে তিনি সেখানেই চলে গিয়েছেন। এরআগে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর বিরাটকে দেখা গিয়েছিল অনুষ্কাকে নিয়ে স্টেডিয়াম ছাড়ছেন। ২ তারিখ ম্যাচের পর ৩ তারিখ অর্থাৎ, শুক্রবার টিম ইন্ডিয়ার কলকাতায় আসার কথা। এরপর ৪ তারিখ তারা অনুশীলন শুরু করবেন। মনে করা হচ্ছে কয়েক ঘণ্টার বিরতিতে বিরাট মুম্বইতে তাঁর বাড়িতে চলে গিয়েছেন। যদিও অনুষ্কাকে দেখা যায়নি বিরাটের সঙ্গে। এই প্রথমবার নয়, অতীতেও দেখা গিয়েছিল বিরাট কোহলি দিল্লিতে থাকলে নিজের ব্যক্তিগত গাড়িতে করে স্টেডিয়ামে আসছেন। নিজের শহরে ম্যাচ হলে বিরাটকে দলের সঙ্গে দেখা যায় না। ২০২১ সালের IPL-এর সময় বিরাট জানিয়েছিলেন ওয়াংখেড়ে থেকে তাঁর বাড়ি মাত্র কয়েক কিলোমিটার দূরে। ম্যাচের ছবিএই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরির আশা করেছিলেন সমর্থকরা। তিনি সেই দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৮৮ রানে আটকে যান তিনি। ফলে ৪৯ তম সেঞ্চুরি থেকে দূরে রয়ে গেলেন তিনি, অপেক্ষা আরও বাড়ল। এদিন শুভমান গিল করেন ৯২ রান ও শ্রেয়স আইয়ার করেন ৮২ রান। বল হাতে জাদু দেখান মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। সামি নেন পাঁচটা উইকেট ও সিরাজ নেন ৩টে।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/pVEGe0K
Previous article
Next article
Leave Comments
Post a Comment