মেরিন ড্রাইভে উড়ন্ত বাইকের ‘কেরামতি’, দিঘায় বড় পদক্ষেপ পুলিশের https://ift.tt/nEZBGzr - MAS News bengali

মেরিন ড্রাইভে উড়ন্ত বাইকের ‘কেরামতি’, দিঘায় বড় পদক্ষেপ পুলিশের https://ift.tt/nEZBGzr

মেরিন ড্রাইভ হওয়ার পর থেকে দিঘার সৌন্দর্যের অন্যমাত্রা যোগ হয়েছে। সুপ্রশস্ত, মসৃণ রাস্তা দিয়ে ড্রাইভিং করার সময় সমুদ্রের শোভা উপভোগ করার মজাই আলাদা। সেই মেরিন ড্রাইভে গত কয়েকদিন ধরেই চলছে দুরন্ত গতির বাইক রেসিং। বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে বিপদ ডেকে আনছেন কিছু যুবক। বাইকের দৌরন্ত্য কমাতে এবার শুরু পুলিশের বিশেষ নজরদারি।কী জানা যাচ্ছে?, উপকূলবর্তী এলাকার সৌন্দর্যায়নের এক নতুন পালক। সেই মেরিন ড্রাইভের ফাঁকা রাস্তায় চলছে বাইক রেসিং। কিছু যুবক সুপার বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে রেসিং এর খেলায় মত্ত হচ্ছেন। মাঝে মাঝে ঘটে যাচ্ছে দুর্ঘটনাও। পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়েই চলছে এমন কাজ। পর্যটকদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। পুলিশের কী ব্যবস্থা?মেরিন ড্রাইভের বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এলাকাবাসীরা জানাচ্ছেন, প্রতিদিন চলছে এই বাইক দৌরাত্ম্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট মেরিন ড্রাইভ। দেশ-বিদেশের বিভিন্ন পর্যটক উপভোগ করছেন মেরিন ড্রাইভে গিয়ে। কিন্তু বিকেল হলেই এই বাইক রেসিং-এর দৌরাত্ম মাঝে মাঝে দেখা যাচ্ছে। পুলিশি নজরদারির পর কিছুটা দৌরাত্ম্য কমেছে। তবুও পুলিশকে ফাঁকি দিয়েই চলছে বাইক রেসিং। বাইক রেসিং করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটে যাচ্ছে প্রাণ ও হারাতে হচ্ছে যুবকদের। কোথায় হচ্ছে এই রেসিং?দিঘা ওয়েলকাম গেট থেকে শৌলামত সহ আহরণ কেন্দ্র পর্যন্ত দীর্ঘ ২৯ কিলোমিটার এই মেরিন ড্রাইভ রাস্তা রয়েছে যার পোশাকি নাম 'সৈকত সুন্দরী' উপকূলের চার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র দিঘা, শংকরপুর, তাজপুর ও মান্দারমনিকে এক সূত্রে বেঁধে দিয়েছে এই মেরিন ড্রাইভ। বেশ কিছুদিন আগে নায়িকালি মন্দিরের কাছে বাইক দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা মেরিন ড্রাইভে গেলে রাস্তায় অনেক সময় সমস্যায় পড়ছেন। তারা মনে করছেন যে কোন সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। দিঘায় আগের তুলনায় অনেক পর্যটকদের সংখ্যা বেড়েছে। প্রশাসন কী বলছে?রামনগর এক নম্বর ব্লকের সভাপতি নিতাই চরণ সার জানান আমরা এর ব্যবস্থা নিচ্ছি। পুলিশ প্রশাসন সর্বদা নজরদারি চালাচ্ছে। আগামী দিনে আরও নজরদারি বাড়ানো হবে। বাইক রেসিংয়ের কারনে যাতে দুর্ঘটনা আর পর্যটকদের সমস্যা না হয় তার জন্য স্থানীয় পুলিশ বিশেষ নজদারি ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/loqGbEf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads