লজ্জার হার পাকিস্তানের, আফগানদের কাছে হেরেই বিদায় নিশ্চিত বাবরদের? https://ift.tt/XIROZje - MAS News bengali

লজ্জার হার পাকিস্তানের, আফগানদের কাছে হেরেই বিদায় নিশ্চিত বাবরদের? https://ift.tt/XIROZje

ভারতে বসেছে ২০২৩ বিশ্বকাপের আসর। রবিবার অর্থাৎ ২২ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ২১টি ম্যাচ খেলে ফেলেছে। অর্থাৎ প্রায় এই টুর্নামেন্টের লিগ পর্বে অর্ধেক রাস্তা শেষ হয়ে গিয়েছে। একেবার টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অঙ্ক কষা। কয়েকটি দল নিজেদের ভিত ইতিমধ্যেই যথেষ্ট মজবুত করে ফেলেছে। তবে কয়েকটি দলের কাছে শেষ চারের লড়াই আপাতত স্বপ্ন হয়েই থেকে গিয়েছে। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে শেষ চারে কে উঠতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু গিয়েছে।লড়াই হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যেএখনও পর্যন্ত ছবিটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। ভারত, নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা আপাতত সেমি ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে। পাকিস্তান এবং অস্ট্রেলিয়া চতুর্থ স্থানে রয়েছে। সোমবার (২৩ অক্টোবর) আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, বাবররা এই ম্যাচে হেরে গিয়ে নিজেরাই নিজেদের সমস্যা বাড়িয়ে ফেলে। আপাতত পাকিস্তান ৫ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তাদের হাতে বাকি রয়েছে আরও চারটে ম্যাচ। সেমি ফাইনালে উঠতে গেলে পাকিস্তানকে বাকী প্রতিটা ম্যাচই জিততে হবে। তাহলে তাদের ঝুলিতে আরও ৮ পয়েন্ট আসবে। সেক্ষেত্রে পাকিস্তানের মোট পয়েন্ট দাঁড়াবে ১৩। এবং শেষ চারের যোগ্যতা অর্জন করতে পারবে। সত্যি কথা বলতে কী, পাকিস্তান পরপর তিনটে ম্যাচ হারার পর শেষ চারটে ম্যাচে আদৌ প্রত্যেকটায় জয়লাভ করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতই একমাত্র ক্রিকেট দল যারা পাঁচটার মধ্যে পাঁচটা ম্যাচেই জয়লাভ করেছে। আর সেইসঙ্গে রোহিত ব্রিগেড পয়েন্ট টেবিলে শীর্ষে দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় দিকে নিউ জিল্যান্ড ক্রিকেট দল রবিবার পর্যন্ত অপরাজিত ছিল। প্রথম চারটে ম্যাচে তাদের কেউ হারাতে পারেনি। কিন্তু, ভারতের কাছে হেরে যাওয়ার পর তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে। এবার বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে ভারত শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে, দ্বিতীয় স্থানে নিউ জিল্যান্ড এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা রয়েছে। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান রয়েছে। তাদের দুজনের কাছেই ২ পয়েন্ট করে রয়েছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থা এমনিতেই খারাপ। তারা ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এবার সেমিফাইনালের অঙ্কে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।পাঁচটি দল সেমিফাইনালের দৌড়ের বাইরে?এই টুর্নামেন্ট রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হচ্ছে। অর্থাৎ লিগ পর্যায়ে প্রতিটা দলকেই ৯টি করে ম্যাচ খেলতে হবে। এই ফরম্যাটে ৯ ম্যাচের মধ্যে যে দল সাতটি ম্যাচে জয়লাভ করতে পারবে, তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু, এখানে চতুর্থ এবং পঞ্চম স্থানাধিকারীর মধ্যে ৬-৬ জয় অর্থাৎ ১২-১২ পয়েন্টে অঙ্ক কঠিন হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে নেট রান রেট বিচার করা হবে। কিন্তু, তার আগে এবারের টুর্নামেন্টে এমনও কয়েকটা দল রয়েছে, যাদের কাছে সেমিফাইনালে ওঠা আপাতত স্বপ্নই থেকে গিয়েছে। এই দলগুলো হল ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আফগানিস্তান এবং বাংলাদেশ। প্রত্যেকটা দলই এখনও পর্যন্ত চারটে করে ম্যাচ খেলেছে এবং একটাতেই জয়লাভ করেছে। এই দলগুলোর হাতে এখনও পাঁচটা করে ম্যাচ বাকি রয়েছে। কিন্তু, সেমিফাইনালে ওঠার জন্য কমপক্ষে ৬ ম্যাচে জয় অর্থাৎ ১২ পয়েন্ট ঘরে তুলতেই হবে। ফলে এই দলগুলোকে বাকি প্রত্যেকটা ম্যাচেই জিততে হবে। তাহলেই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পারবে। সেটা আপাতত অসম্ভব বললে খুব একটা ভুল হবে না। ফলে একথা বলা যেতেই পারে যে পাঁচটি দল আপাতত টুর্নামেন্টের বাইরে ছিটকে গিয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/O6noiYy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads