দশমীতে রাজ্যের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার উন্নতি কবে? https://ift.tt/6zfMydD - MAS News bengali

দশমীতে রাজ্যের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার উন্নতি কবে? https://ift.tt/6zfMydD

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপরের দিক থেকেই পরিবর্তিত হতে শুরু করে আবহাওয়া। এদিন সকালেই কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়ার বেশকিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হয়ে যায় বৃষ্টিপাত। এছাড়াও বিভিন্ন জায়গায় দাপট দেখা দেয় ঝোড়ো হাওয়ার। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, গভীর নিম্নচাপ হিসাবে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যার দিকে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করার বিশেষ সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে হতে পারে বৃষ্টিএর ফলে বৃষ্টি হবে এই রাজ্যেও। হাওয়া অফিস জানাচ্ছে এর ফলে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কিছু জায়গায়। এছাড়াও আরও কিছু জায়গায় হতে পারে হালকা বৃষ্টিপাত। একইসঙ্গে বুধবার ২৫ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কয়েকটি জায়গায়। হাওয়া অফিস আরও জানাচ্ছে মঙ্গলবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ২-১টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াঅন্যদিকে মঙ্গল ও বুধবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেক্ষেত্রে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনাএছাড়া ২৪ ও ২৫ তারিখ সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস থাকতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে মৎস্যজীবীদের আগামী ২৫ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ না ধরতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদেরও ফিরে আসার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি বেশি হলে জল জমে যেতে পারে নিচু জায়গা বা মাঠে। সেক্ষেত্রে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে মাঠের ফল নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে।বৃষ্টিতে উৎসবের মুডে ছন্দপতনপ্রসঙ্গত, উৎসবের শেষ ভাগে এসে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সেই পূর্বাভাসকে বাস্তবায়িত করে নবমীর দুপুরেই আকাশ কালো করে আসে রাজ্যের বেশকিছু জায়গায়। কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। ফলে উৎসবের ছন্দে কিছুটা তাল কাটে। যদিও বৃষ্টি থামতেই ফের ঘর থেকে বের হন উৎসবপ্রেমী মানুষ।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Bkhor3p
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads