ইমরান খানের ফাঁসি? গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা? https://ift.tt/iYA4D2Z - MAS News bengali

ইমরান খানের ফাঁসি? গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা? https://ift.tt/iYA4D2Z

মৃত্যুদণ্ডের সাজা হতে পারে ইমরান খানের? ফাঁসিতে ঝোলানো হবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে? দেশের সরকারি সূত্রে খবর, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় অভিযুক্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর চেয়ারম্যানের মৃত্যুদণ্ডের সাজার জন্য মামলা হতে পারে। উল্লেখ্য, চলতি সপ্তাহেই ইমরান এবং তাঁর দলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (OSA)-এ মামলার শুনানি শুরু হবে। এই মামলায় দোষী প্রমাণিত হলে পাক আইন অনুযায়ী ফাঁসির সাজা হতে পারে ইমরান খানের। ইমরানের আইনজীবী উমায়ের নিয়াজি এমনটাই জানিয়েছেন। আর তাই এই মামলায় অভিযুক্ত হওয়ার আগামী জানুয়ারিতে পাক জাতীয় আইনসভার নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান।এদিকে, গত অগস্টে তোশাখানা মামলায় ইমরানের তিন বছরের জেলের সাজায় স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। তাঁর জামিনের আবেদনও মঞ্জুর করা হয়েছিল। কিন্তু OSA মামলায় অভিযুক্ত হওয়ায় পাকিস্তানের অটক জেল থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়নি। ২০২২ সালের গোড়ায় ওয়াশিংটনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠান। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান এবং তাঁর তিন সহযোগী সেই নথি ফাঁস করেছিলেন।তবে এবং PTI-এর অভিযোগ, এর পিছনে তাঁকে ফাঁসানোর গভীর ষড়যন্ত্র রয়েছে। চলতি বছরের ৯ মে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হন ইমরান। ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায়। পাক পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ান PTI কর্মী সমর্থকরা। এর জেরে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইমরান গ্রেফতার হতেই একাধিক সরকারি ভবন ও রাওয়ালপিন্ডির পাক সেনার সদর দফতরে হামলার ঘটনা ঘটে। কোনও মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাক পুলিশ। পরে প্রাক্তন প্রধানমন্ত্রী বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের হয়। যদিও তাতে জামিন পান কাপ্তান। সংবাদমাধ্যমের কাছে বিস্ফোরক দাবি করেছেন পঞ্জাব প্রদেশের এক আধিকারিক। তাঁর কথায় লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে দোষ প্রমাণিত হলে ইমরানের ফাঁসির সাজা হতে পারে। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। কুর্সি হারাতেই তাঁর বিরুদ্ধে তোষাখানা দুর্নীতির অভিযোগ ওঠে। গত ৫ অগাস্ট সেই মামলায় জেলবন্দি অবস্থাতেই তাঁকে গ্রেফতার করা হয়। ওই মামলায় হাজতবাসের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/GucaQrT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads