১১ দিনে ২৫ হাজার খুন! 'প্যালেস্তাইন কিলার' পাক জেনারেল জিয়াকে নিয়ে বিস্ফোরক ইজরায়েল https://ift.tt/DAucMVN - MAS News bengali

১১ দিনে ২৫ হাজার খুন! 'প্যালেস্তাইন কিলার' পাক জেনারেল জিয়াকে নিয়ে বিস্ফোরক ইজরায়েল https://ift.tt/DAucMVN

গত ২০ বছরে ইজরায়েল যা পারেনি, মাত্র ১১ দিনে তা করে দেখান জর্ডনের রাজা। ইহুদিদের থেকে অনেক বেশি প্যালেস্তানীয়কে হত্যা করেছেন তিনি। হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোসে দায়ানের। টেনে আনলেন ৫৩ বছরের পুরোন ইতিহাসকে। আর স্বাভাবিকভাবেই সেখানে উঠল প্রাক্তন পাক সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট জিয়া-উল-হকের প্রসঙ্গ। ১৯৭০-র সেই ঘটনা ব্ল্যাক সেপ্টেম্বর হিসেবে পরিচিত। ওই সময় পাক সেনায় ব্রিগেডিয়ার পদে ছিলেন জিয়া। প্যালেস্তানীয়দের বিরুদ্ধে জর্ডনের রাজা হুসেনকে করেন তিনি। যারা জেরে প্রাণ যায় ২৫ হাজার প্যালেস্তাইনবাসীর। কী ভাবে 'প্যালেস্তাইন কিলার' হয়ে উঠলেন জেনারেল জিয়া? এর শিকড় লুকিয়ে রয়েছে ১৯৬৭-র সিক্স ডে ওয়ারে। সেবছর আরব দুনিয়ার ছ'টি দেশ একসঙ্গে ইজরায়েল হামলার পরিকল্পনা করেছিল। এদের মধ্যে ছিল জর্ডনও। সিক্স ডে ওয়ারের পর প্যালেস্তানীয় শরণার্থীদের একটা বড় জর্ডনে চলে আসে। প্রথম দিকে সীমান্ত লাগোয়া এলাকায় তাঁবুতে থাকছিলেন তাঁরা। কিন্তু কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে শহরে ঢুকতে শুরু করে ওই শরণার্থীরা। তাঁদের মধ্যে একাংশ তৈরি করে ফেলেন জর্ডনের রাজাকে উৎখাতের নীল নকশা। অন্যদিকে বাদশা হুসেন তখন যথেষ্ট বেকায়দায় পড়েছেন। ইজরায়েলের কাছে হেরে সামরিকভাবে মারাত্মক দুর্বল তিনি। অন্যদিকে প্রতিবেশী দেশ ইরাকে উত্থান ঘটেছে সাদ্দাম হুসেনের। হুসেন খবর পেলেন, তাঁকে সরিয়ে জর্ডনকে ইরাকের মধ্য়ে আনতে ষড়যন্ত্র চালাচ্ছেন তিনি। আর এতে সিরিয়ার সমর্থন পেতে পারেন সাদ্দাম। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের শরণাপন্ন হয় জর্ডনের রাজা হুসেন। বিপুল টাকা খরচ করে পাক সেনার বাঘা বাঘা কয়েকজন অফিসারকে ভাড়া করেন তিনি। উদ্দেশ্য, নিজের সেনাবাহিনী ও গুপ্তচরবাহিনীকে ঢেলে সাজানো। সেই টিমে ছিলেন ব্রিগেডিয়ার জিয়াও। ঐতিহাসিকদের একাংশের দাবি, মাত্র তিন বছর জর্ডনে ছিলেন জিয়া। প্রথম দিকে সেখানকার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করতেন তিনি। কিন্তু ১৯৭০ আসতে আসতেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। প্যালেস্তানীয় শরণার্থীরা জর্ডনকে তাঁদের নিজেদের দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। সেই মতো চলতে থাকে ছোটখাটো হামলা। যা শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নেয়।এই অবস্থায় আসরে নামেন ব্রিগেডিয়ার জিয়া। নির্বিচারে প্যালেস্তানীয়দের হত্যার নির্দেশ দেন তিনি। অনেকেরই দাবি, বিদ্রোহের আগুন নিভিয়ে বাদশা হুসেনের থেকে বিপুল টাকা নিয়ে দেশে ফিরে আসেন তিনি। কয়েক বছরের মধ্য়েই পান সেনাপ্রধানের পদ। আর সঙ্গে সঙ্গে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কুর্সি দখল করেন জেনারেল জিয়া।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/JspuXxR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads