ভারত না শ্রীলঙ্কা, ওডিআই বিশ্বকাপে এগিয়ে কে? চোখ থাকুক পরিসংখ্যানে https://ift.tt/SftPQK0 - MAS News bengali

ভারত না শ্রীলঙ্কা, ওডিআই বিশ্বকাপে এগিয়ে কে? চোখ থাকুক পরিসংখ্যানে https://ift.tt/SftPQK0

সালটা ছিল ২০১১। এপ্রিল মাসের ২ তারিখ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ভারত বনাম শ্রীলঙ্কা মহাযুদ্ধ। এই দিনটা কোনও ভারতীয় ক্রিকেট সমর্থক হয়ত ভুলতে পারবেন না। এই দিনই দ্বিতীয়বার একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। তারপর কেটে গিয়েছে ১২ বছর। দুটো দল আরও একবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। যদিও এই ১২ বছরে ভারত এবং শ্রীলঙ্কা মধ্যে যথেষ্ট ম্যাচই খেলা হয়েছে, কিন্তু বিশ্বকাপের ব্যাপারটা একেবারেই আলাদা। পার্থক্য শুধু এটাই যে সেইবার দুটো দল ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, এবার টিম ইন্ডিয়া যেখানে সেমিফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেখানেই শ্রীলঙ্কা চলতি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে। তবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত যা ম্যাচ হয়েছে, তাতে কোন দল এগিয়ে রয়েছে, আসুন তা একবার জেনে নেওয়া যাক।একদিনের ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ২০২৩ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচে আগামী ২ নভেম্বর ভারত এবং শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া মুম্বই পৌঁছে গিয়েছে। শুরু করে দিয়েছে অনুশীলনও। টানা ৬ ম্যাচে জয়লাভ করলেও, এখনও পর্যন্ত সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারেনি। ফলে টিম ইন্ডিয়া চেষ্টা করবে যে আগামী ম্যাচে জয়লাভ করে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলতে। সেইসঙ্গে তারা পয়েন্ট টেবিলেও শীর্ষস্থানে থাকতে পারবে। একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ৪ বার জিতেছে টিম ইন্ডিয়া। আর ৪ বার জিতেছে শ্রীলঙ্কাও। একটি ম্যাচ অমীমাংসিত থেকে গিয়েছে। অর্থাৎ আগামী ২ তারিখের ম্যাচে যে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই প্রসঙ্গে আপনাদের ১৯৯৬ সালে ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালের কথাটা আরও একবার মনে করিয়ে দিই। এই দিনটা ভারতীয় ক্রিকেট সমর্থকেরা চাইলেও ভুলতে পারবেন না। । বাকীটা তো আপনারা সকলেই জানেন। তবে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। কিন্তু, শ্রীলঙ্কা ম্যাচের রং যে কোনও সময় বদলে দিতে পারে। ভারত vs শ্রীলঙ্কা ওডিআই পরিসংখ্যানতবে যদি একদিনের ক্রিকেট ম্যাচের হিসেব কষতে হয়, তাহলে একটাই কথা বলতে হবে যে শ্রীলঙ্কার থেকে ভারতীয় ক্রিকেট দল অনেকটাই এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে মোট ১৬৭টা ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল ৯৮টি ম্যাচে জয়লাভ করেছে। সেখানে শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৫৭টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়ে যায়। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দল অনেকটাই এগিয়ে রয়েছে। পাশাপাশি টিম ইন্ডিয়া বর্তমানে যে ফর্মে রয়েছে, তাতে তাদের সামনে কোনও প্রতিবন্ধকতা আসবে বলে মনে হচ্ছে না। কিন্তু, ক্রিকেটে যে কোনও সময় অঘটন ঘটতেই পারে। চলতি বিশ্বকাপেই বেশ কয়েকবার সেই নজির দেখতে পাওয়া গিয়েছে। ফলে টিম ইন্ডিয়াকে চোখ-কান খোলা রাখতে হবে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/lFgESo0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads