অন্ধ্রের ট্রেন দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু, রেলমন্ত্রীকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর https://ift.tt/JW3sQ5z - MAS News bengali

অন্ধ্রের ট্রেন দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু, রেলমন্ত্রীকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর https://ift.tt/JW3sQ5z

উৎসবের মরশুমে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। করমণ্ডল ট্রেল বিভীষিকার স্মৃতি উস্কে অন্ধ্র প্রদেশে মুখোমুখি ধাক্কা দুই ট্রেনের। ঘটনার কমপক্ষে মৃত্যু হয়েছে ছয়জনের। আহত আরও ২৫ জন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দু'টি প্যাসেঞ্জার ট্রেন কী ভাবে একই ট্র্যাকে চলে এল, কোনওরকম সিগন্যাল বিভ্রাটের ঘটনা ঘটেছে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম জেলায়। দুর্ঘটনাগ্রস্ত দু'টি ট্রেনের মধ্যে একটি সংশ্লিষ্ট স্টেশন থেকে ওডিশার রায়গড়ের দিকে যাচ্ছিল। অপরটি বিশাখাপত্তনম থেকে পলাসামুখী ছিল। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার একটি বিবৃতিতে বলেন, 'দু'টি প্যাসেঞ্জার ট্রেনের । ইতিমধ্যেই জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন এবং NDRF দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। একাধিক অ্যাম্বুল্যান্সও রাখা হয়েছে দুর্ঘটনাস্থলে।'জানা যাচ্ছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের থেকে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ আপডেট চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন প্রধানমন্ত্রী। ঘটনাস্থলে পাঠানো হয়েছে একটি রিলিফ ট্রেনের। দুই প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের নিরাপদে সেখান থেকে ফেরানোর ব্যবস্থা করেছে রেল। মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি উদ্ধারকাজে তদারকি করছেন। স্থানীয় প্রতিটি সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি। এই রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। এই দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে ২ লাখ টাকা এবং যারা আহত তাঁদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে। প্রসঙ্গত, চলতি মাসেই বিহারের বক্সার জেলায় লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ হারান চারজন যাত্রী। সেই ট্রেনটি অসমের কামাখ্যায় যাচ্ছিল। যাত্রাপথে রঘুনাথপুর স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় সেটি। ঘটনায় আহত হন কমপক্ষে ৭০ জন যাত্রী। তবে চলতি বছরে সবচেয়ে বড় রেল দুর্ঘটনাটি ঘটে গত ২ জুন। ওডিশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে বেলাইন হওয়া করমণ্ডল এক্সপ্রেস। একইসঙ্গে পাশের লাইনে আসা হামসফর এক্সপ্রেসও দুর্ঘটনাগ্রস্ত হয়। তিনটি ট্রেনের প্রায় ১৫টি কামরা কার্যত খেলনা গাড়ির মতো লাইনের উপর ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় ৩০০ যাত্রীর মৃত্যু হয়। আহত হন ১২০০-র বেশি যাত্রী। তদন্তে রিপোর্টে জানা যায় রেল কর্মীদের গাফিলতির জেরেই লাইন বিভ্রাট হয়েছিল ট্রেন তিনটি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/rGWJE5b
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads