শ্রীলঙ্কাকে হারাতেই সেমির গুঞ্জন, কোন অঙ্কে শেষ চারে যাবে আফগানিস্তান? https://ift.tt/NZzXkUg - MAS News bengali

শ্রীলঙ্কাকে হারাতেই সেমির গুঞ্জন, কোন অঙ্কে শেষ চারে যাবে আফগানিস্তান? https://ift.tt/NZzXkUg

চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছে আফগানিস্তান ক্রিকেট দল। সোমবার তারা শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে দিয়েছে। গত চার ম্যাচে এই নিয়ে তারা তৃতীয়বার জয়লাভ করল। আর যাদের আফগানিস্তান হারিয়েছে, তারা কোনও না কোনও বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে তো দিল্লিতে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাস্ত করেছে। এরপর ১৯৯২ সালের বিশ্বকাপ বিজেতা পাকিস্তানকে তারা চেন্নাইয়ে হারিয়েছে। আর সোমবার ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও তারা পরাস্ত করেছে। তারা গত ৬ ম্য়াচে মধ্যে তিনটেয় জিতেছে, তবে বাকি তিনটেয় হেরেছে। আর সেইসঙ্গে পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে উঠে এসেছে।এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকেই আশা করতে শুরু করেছেন যে আফগানরা হয়ত চলতি বিশ্বকাপ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে পারবে। যদিও সেই আশা একেবারেই অমূলক নয়। দুর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তানও এই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না। যদিও সেমিফাইনালের রাস্তা পাকা করার জন্য আফগানিস্তানের এখনও পর্যন্ত অর্ধেক কাজই সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে বাকী ম্যাচগুলোর একটাতেও হারলে চলবে না।জয়ই একমাত্র সেমিফাইনালে ওঠার রাস্তাবাকি তিনটে ম্যাচের মধ্যে আফগানিস্তান যদি একটাতেও হেরে যায়, তাহলে সেমিফাইনালে খেলার স্বপ্ন চুরমার হয়ে যাবে। কিন্তু, যদি তারা এই প্রতিটা ম্যাচে জিততে পারে এবং পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকা দুই দল নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে কেউ একজন দুটো ম্যাচ হেরে যায়, তাহলেই আফগানিস্তানের সামনে শেষ চারের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আফগানিস্তানের সামনে ৬ ম্য়াচ জয়ের সুযোগআসলে এবারের বিশ্বকাপে আফগানিস্তান সর্বাধিক ৬ ম্যাচই জিততে পারে। আগামী ম্যাচে শহিদি ব্রিগেডকে নেদারল্যান্ডসের (৩ নভেম্বর) বিরুদ্ধে খেলতে হবে। এরপর আগামী ৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাদের লড়াইয়ে নামতে হবে। লড়াইটা খুবই কঠিন। কিন্তু, যদি এই তিনটে ম্যাচ আফগানিস্তান জিততে পারে, পাশাপাশি দুটো করে ম্যাচ হেরে যায় তাহলে অঙ্কটা ঘুরতে খুব বেশি সময় লাগবে না। শেষ তিনটে ম্যাচ জিতলে ৫ নম্বর নিশ্চিত আফগানিস্তানেরএই পরিস্থিতিতে নেদারল্যান্ডস, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডে ইতিমধ্য়ে চারটে করে ম্যাচ হেরে বসে রয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তান পয়েন্ট টেবিলে এই দলগুলোর থেকে উপরেই থাকবে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/dACYHi7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads