বৈদিক শিক্ষাকে অগ্রাধিকার কেন্দ্রের, রাজ্যসভায় জানাল শিক্ষামন্ত্রক https://ift.tt/enGidkm - MAS News bengali

বৈদিক শিক্ষাকে অগ্রাধিকার কেন্দ্রের, রাজ্যসভায় জানাল শিক্ষামন্ত্রক https://ift.tt/enGidkm

শিক্ষায় গেরুয়াকরণের পথে এক ধাপ এগোল কেন্দ্র। বৈদিক শিক্ষাকে সরকার প্রাধান্য দিতে চলেছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যসভায় এক সদস্যের প্রশ্নের উত্তরে বৈদিক শিক্ষা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বৈদিক শিক্ষা নিয়ে বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বেদ হল ভারতীয় জ্ঞানের ভিত্তি। ভারতীয় এই ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য সরকার অগ্রাধিকার দিয়েছে। শিক্ষা ব্যবস্থার মুলধারার সঙ্গে বেদকে যুক্ত করার জন্য সরকার পরিকল্পনা নিয়েছে বলেও জানান। ধর্মেন্দ্র প্রধান বলেন, ২০২২ সালে বৈদিক শিক্ষা প্রসারের জন্য কেন্দ্র মহর্ষি সন্দীপনি রাষ্ট্রীয় বেদ সংস্কৃত শিক্ষা বোর্ড (এমএসআরভিএসএসবি) প্রতিষ্ঠা করে। এর আগে দেশে বৈদিক শিক্ষার কোনও আনুষ্ঠানিক ব্যবস্থা ছিল না বলে দাবি করেন তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে সন্দীপনি রাষ্ট্রীয় বেদ সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বৈদিক বিদ্যা ও সংস্কৃত শিক্ষার প্রতিটি স্তরে বৈষম্য ছাড়াই পৌঁছে দেওয়া সরকারের প্রধান লক্ষ্য বলে জানান। । অসম ছাড়াও বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ এবং রামেশ্বরমে সন্দীপনি রাষ্ট্রীয় বেদ সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচটি আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানান। তিনি বলেন, বর্তমানে সন্দীপনি রাষ্ট্রীয় বেদ সংস্কৃত শিক্ষা বোর্ডের আওতায় আনা হয়েছে ১২৩টি স্কুল। বর্তমানে স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্যা ৪ হাজার ৬০০। সেই সঙ্গে স্কুলগুলিতে মোট ৬৩২ জন শিক্ষক শিক্ষাকতা করছেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বৈদিক স্কুলগুলিতে সংরক্ষণের কোনও ব্যবস্থা আছে কীনা, তা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংসদ। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সংরক্ষণের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত সরকার নেয়নি। তবে, আগামী দিনে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন। প্রসঙ্গত, গত বছর সন্দীপনি রাষ্ট্রীয় বেদ সংস্কৃত শিক্ষা বোর্ড চালু হওয়ার পর পদক্ষেপ নেয় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)। রাষ্ট্রীয় বেদ সংস্কৃত শিক্ষা বোর্ডের দেওয়া শংসাপত্রগুলি দশ এবং দ্বাদশ শ্রেণির শংসাপত্রের সমতুল্য বলে বিবেচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে শিক্ষায় গৈরিকরণের চেষ্টার অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছিলেন বিরোধিরা। কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করে সরব হন শিক্ষক সমাজের একাংশ। বৈদিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্র সেই পথে হাঁটল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/LBNfUYH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads