তৃণমূলের বিজয় মিছিলে নওশাদকে আমন্ত্রণ শওকতের! কী বললেন ISF বিধায়ক? https://ift.tt/iUaZLkf - MAS News bengali

তৃণমূলের বিজয় মিছিলে নওশাদকে আমন্ত্রণ শওকতের! কী বললেন ISF বিধায়ক? https://ift.tt/iUaZLkf

পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভাঙড়ে পালিত হবে বিজয় উৎসব। সেই উপলক্ষ্যে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়ে ভাঙড়ে জয় পেয়েছে তৃণমূল। তারপরই বিজয় উৎসবের পরিকল্পনা। অনুষ্ঠানে যোগ দিতে নওশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানালেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত শাসক দলের নেতা শওকত মোল্লা। তিনি বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আমরা অভূতপর্ব সাফল্য পেয়েছি। সেই কারণে ১৩ আগস্ট বিজয় উৎসব হবে। ভাঙড়ের যিনি বিধায়ক, ছোট ভাই বলি তাঁকে, আমন্ত্রণ জানাচ্ছি। ওখানকার পর্যবেক্ষক হিসাবে প্রয়োজনে আমি নিজেও একটা চিঠি দেব। তাঁকে এই বিজয় উৎসবে অংশ নিতে হবে। আমি নিজে সঙ্গে করে ওঁকে নিয়ে যাব, নিরাপত্তার সব দায়িত্ব আমার।' যদিও এই আমন্ত্রণ স্বীকার করেননি নওশাদ। পালটা কটাক্ষ করে বলেছেন, 'আমার মনে হচ্ছে, শওকত সাহেব আমার জন্য কিছুটা হলেও সৌজন্যতা শিখেছেন। যারা মানুষের ভোটকে মান্যতা দেয় না, সন্ত্রাস করে, বুথ গণনাকেন্দ্র দখল করে তাঁদের বিজয় উৎসবে কীভাবে যেতে পারি?'এদিন শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় থানার সামনে তৃণমূলের জনসভার পর এলাকা বাসিন্দাদের ছাতা বিতরণ করা হয়। এরপর শওকত মোল্লা বলেন, 'ভাঙড়ে ১৩ আগস্ট তৃণমূলের পঞ্চায়েতের বিজয় উৎসব করা হবে।' আর সেই বিজয় উৎসবে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিকে তিনি আমন্ত্রিত করেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। ।' সেই ঘটনার মূল নায়ক কে ছিলেন? এই প্রশ্ন তুলেছেন তিনি। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া অশান্তি ভোটপর্বেও দেখা গিয়েছে। এমনকি ভোট গণনার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুদিন সময় লাগে। এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। শাসক দলের সঙ্গে ISF-র সংঘর্ষ, গুলি, বোমাবাজিতে দফায় দফায় অশান্তি ছড়ায়। দুই দল মিলিয়ে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়ে ভাঙড়ে জয় পেয়েছে তৃণমূল। তারপরই এই বিজয় উৎসবের পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ভাঙড়ে ১৪৪ ধারা জারি হলে খোদ নওশাদ পুলিশি বাধার মুখে পড়েন। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/aH71cGW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads