কংগ্রেস আর বামের জোট কিছু এগোল শূন্য থেকে https://ift.tt/J7Fsg0u - MAS News bengali

কংগ্রেস আর বামের জোট কিছু এগোল শূন্য থেকে https://ift.tt/J7Fsg0u

তাপস প্রামাণিকশূন্য থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে নিজেদের শক্তি বাড়াল বাম-কংগ্রেস জোট। বিধানসভা ভোটে একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছিল বাম-কংগ্রেসকে। শূন্য মানে শূন্যই। সেই থেকে তাদের রক্তক্ষরণ অব্যাহত ছিল। যার জেরে বাংলায় দুই রাজনৈতিক দলের অস্তিত্বই বিপন্ন হতে বসেছিল। গত পুরভোটে এবং সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস জয়ী হওয়ার পর রক্তক্ষরণ বন্ধ হওয়ার কিছুটা আভাস মিলেছিল। সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে পঞ্চায়েত ভোটে খানিকটা হলেও গা ঝাড়া দিয়ে উঠল বাম-কংগ্রেস জোট। পঞ্চায়েত ভোটের সামগ্রিক ফলাফলের বিচারে বিজেপি'র একেবারে ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বাম-কংগ্রেস-আইএসএফ। সর্বশেষ খবর অনুযায়ী, এই তিন রাজনৈতিক দলের মিলিত ভোট শেয়ার প্রায় ২০ শতাংশ। পরিসংখ্যানের বিচারে সবথেকে বেশি ভোট বেড়েছে বামেদের। বিধানসভা ভোটে বামেরা ৫ শতাংশের মতো ভোট পেয়েছিল। এবার সেটা বেড়ে হয়েছে প্রায় ১৩ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে প্রায় ৬ শতাংশ ভোট। আইএসএফ-ও এক শতাংশের উপর ভোট পেয়েছে। বাম-কংগ্রেস জোট সবথেকে চমকপ্রদ ফল করেছে মালদা ও মুর্শিদাবাদ জেলায়। ওই দুই জেলাতে মুসলিম সম্প্রদায়ের ভোটার অনেক বেশি। অন্যান্য জেলাতেও মূলত সংখ্যালঘু এলাকায় বাম-কংগ্রেস-আইএসএফ তুলনায় ভালো ফল করেছে। এই ফলাফল আগামী দিনে বাংলার রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা, বাম জমানা খতম হওয়া ইস্তক এতদিন তৃণমূল বনাম বিজেপি'র দ্বৈরথকে ঘিরেই বঙ্গ রাজনীতি আবর্তিত হচ্ছিল। সেই ধারণা ভেঙে দিয়ে পঞ্চায়েত ভোটে বাংলার নতুন শক্তি হিসাবে নিজেদের অস্তিত্ব জানান দিল বাম-কংগ্রেস-আইএসএফ জোট। বাংলার রাজনৈতিক সমীকরণে এই ফল সুদূরপ্রসারি হতে পারে। তার কারণ, এতদিন পশ্চিমবঙ্গে বিরোধী ভোটের সিংহভাগ যাচ্ছিল বিজেপি'র ঝুলিতে। বাম-কংগ্রেস-আইএসএফের উত্থানের সঙ্গে সঙ্গে বিরোধী ভোট আগামীতে ভাগ হওয়ায় প্রবল সম্ভবনা রয়েছে। আর বিরোধী ভোট ভাগ হলে আখেরে রাজনৈতিক ভাবে লাভবান হবে শাসক দল। এই রাজনৈতিক প্রবণতা জারি থাকলে লোকসভা ভোটেও তার প্রতিফলন দেখা দিতে পারে। একুশের বিধানসভা ভোটে বাম-কংগ্রেস এবং আইএসএফ একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল। কিন্তু সবুজ ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল তাঁরা। সেবার রাজ্যের সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশই তৃণমূলের উপর আস্থা রেখেছিল। তার অন্যতম প্রধান কারণ ছিল, যে কোনও মূল্যেই হোক বিজেপিকে ঠেকানো। সেজন্য কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত মালদা ও মুর্শিদাবাদে একচেটিয়া জয় ছিনিয়ে নিতে পেরেছিল তৃণমূল। বিধানসভা ভোটে বাম-কংগ্রেস প্রার্থীরা একটি আসনেও জয়লাভ করতে পারেননি। সবে ধন নীলমনির মতো একমাত্র ভাঙড়ে জয়ী হয়েছিল আইএসএফ। কিন্তু পঞ্চায়েত ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, বিধানসভা ভোটের ধাক্কা অনেকটাই সামলে উঠতে পেরেছে তারা। রাজ্যের এক বাম নেতার কথায়, 'যে সব সংখ্যালঘু ভোটাররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাঁরা আবার ফিরতে শুরু করেছেন। ভোটের পূর্ণাঙ্গ ফলাফল বেরলেই দেখবেন, জনসমর্থনের বিচারে আমরা বিজেপি'র থেকে এগিয়ে গিয়েছি।' সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম পঞ্চায়েতের মোট ১৪২৪টি আসনে জয়ী হয়েছে বামেরা। এগিয়ে রয়েছে ৯২২টি'তে। কংগ্রেসের দখলে গিয়েছে ১০৭৩টি আসন। কংগ্রেস এগিয়ে আরও ৬৯৩টি আসনে। অন্যদিকে,বামেদের আর এক জোটসঙ্গী আইএসএফ-ও বেশ কয়েকটি পকেটে ভালো ফল করেছে। ভাঙড় বিধানসভা এলাকায় পঞ্চায়েতের বহু আসনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। তবে যেখানে ভোট হয়েছে সেখানে আইএসএফ প্রার্থীরা নজর কেড়েছেন। জমিরক্ষা কমিটির সঙ্গে জোট করে ভাঙড়ের একটি পঞ্চায়েতে বোর্ডও গঠন করতে চলেছে তারা। এরই পাশাপাশি পূর্ব বর্ধমানের রায়না ১ পলাসন গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে সবকটি বামেদের দখলে গিয়েছে। বহরমপুরের মদনপুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১১টি'তে জয়ী হয়েছে বামেরা। নদিয়ার পলাশিপাড়ার পাথরঘাটা ১ ও ২ গ্রাম পঞ্চায়েত বামেদের দখলে গিয়েছে। আবার অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের বড়া ১ এবং ২ গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে বাম-কংগ্রেস। পঞ্চায়েতের ফলাফল নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'হিংসা, হানাহানির মধ্যেও একটা বড়ো অংশের মানুষ লড়াইয়ে সামিল হয়েছেন। তাঁরা প্রকাশ্যে তৃণমূলের গুন্ডামির বিরোধিতা করতে রাস্তায় নেমেছেন। ভোট দিয়েছেন। এটা বাঙলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় মোড়।'আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির কথায়, 'মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোট গ্রহণ এবং গণনা পর্যন্ত শাসক বিরোধীদের উপর সীমাহীন অত্যাচার নামিয়ে এনেছে। তা সত্ত্বেও মানুষ আমাদের ভোট দিয়েছে। যেখানেই স্বচ্ছ ভাবে গণনা হচ্ছে, সেখানেই বিরোধীদের ফল ভালো হয়েছে।'


from Bengali News, আজকের বাংলা খবর, পঞ্চায়েত ভোট রেজাল্ট, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/k8AFRLK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads