পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ জোটের সমর্থকের বিরুদ্ধে https://ift.tt/2mRA3io - MAS News bengali

পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ জোটের সমর্থকের বিরুদ্ধে https://ift.tt/2mRA3io

In West Bengal : ভোট পরবর্তী হিংসার শিকার হলেন পরাজিত তৃণমূল প্রার্থী। বিজয় মিছিলের নাম করে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে জোটের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে অভিযোগ দায়ের হয়েছে থানায়। বিজয় মিছিলের নাম করে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছে জয়ী বাম কংগ্রেস জোটের প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে বাম কংগ্রেস জোট। জানা গিয়েছে, আজ বিকেল তিনটে নাগাদ হরিশ্চন্দ্রপুর- ১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর ১৬ নং বুথের বিজয়ী জোট প্রার্থী মানোয়ার আলম ও হেলি খাতুন পরাজিত তৃণমূল প্রার্থী আরাধনা সরকারের বাড়ির পাশ দিয়ে বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় হামলা চালায়। প্রায় পাঁচ শতাধিক মানুষ আরাধনা সরকারের বাড়িতে ঢুকে ব্যাপক হারে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। একাধিক চেয়ার, টেবিল, বেঞ্চ ও ফ্রিজ ভেঙে দেওয়া হয়। এমনকি প্রার্থী আরাধনা সরকার ও তাঁর স্বামী অলোক পোদ্দার সহ পরিবারের সাতজনকে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আহত আলোক পোদ্দার সহ পরিবারের সাতজনের চিকিৎসা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চলছে। অপরদিকে জয়ী জোট প্রার্থীরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। জয়ী জোট প্রার্থী‌ মানোয়ার আলম বলেন, 'অলোক পোদ্দারের বাড়ির পাশ দিয়ে বিজয়ী মিছিল গেলেও তাঁর বাড়িতে কেউ ঢুকে হামলা চালায়নি। অলোক পোদ্দার নিজেই ভাঙচুর চালিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। অলোক পোদ্দার নিজের হার মেনে নিতে পারছেন না বলেই এই ধরনের মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছেন।'খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। অলোক পোদ্দারের উঠোনে পড়ে থাকা ধারালো অস্ত্র ও পিস্তল উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, দু’দিন আগেই ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর। তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের সংঘর্ষে আহত হন অন্তত ১৫ জন। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় সুলতাননগর অঞ্চলের যোগীলাল গ্রামে। জানা যায়, তৃণমূল প্রার্থীর সঙ্গে বাম কংগ্রেস জোটের সমর্থকদের গণ্ডগোল বেঁধে যায়। দু’পক্ষই ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়।


from Bengali News, আজকের বাংলা খবর, পঞ্চায়েত ভোট রেজাল্ট, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/sIwuo7V
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads