মগরাহাটে তৃণমূলের জয়ী প্রার্থীকে কুপিয়ে-গুলি করে খুন, গুলিবিদ্ধ আরও ১ https://ift.tt/92R4AKt - MAS News bengali

মগরাহাটে তৃণমূলের জয়ী প্রার্থীকে কুপিয়ে-গুলি করে খুন, গুলিবিদ্ধ আরও ১ https://ift.tt/92R4AKt

এবার তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে ও কুপিয়ে খুন। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকা। নিহতের নাম মৈমুর ঘরামি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শাজাহান মোল্লা নামে আরও এক ব্যক্তি। রাজনৈতিক কারণ, নাকি অন্য কোনও আক্রোশ থেকে খুন, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৪। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন মৈমুর ঘরামি নামে তৃণমূলের ওই জয়ী প্রার্থী। অভিযোগ, বাড়ির থেকে কিছুটা দূরে রাতের অন্ধকারে তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। এরপর গুলি করা হয় তাঁকে। পাশাপাশি এলোপাথাড়ি কোপানোও হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এদিকে বিষয়টি দেখতে পেয়ে তাঁকে বাঁচাতে ছুটে যান শাজাহান মোল্লা নামে এক প্রতিবেশী। তাঁকেও গুলি করে দুষ্কৃতিরা। এরপরেই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। এরপর রক্তাক্ত অবস্থায় মৈমুর ঘরামি ও শাজাহান মোল্লাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদিকে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাতেই হাসপাতালে পৌঁছান এসডিপিও মিতুন দে। তিনি জানান, 'মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন মৈমুর ঘরামি। এলাকায় বেশ কিছু দুষ্কৃতীদের সঙ্গে তাঁর মত পার্থক্য হওয়ায় তারা হামলা চালিয়েছে বলেই তদন্তে উঠে এসেছে।' গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।'প্রসঙ্গত, গোটা পঞ্চায়েত নির্বাচন পর্বেই রাজ্যজুড়ে চলেছে হিংসা, রক্তক্ষয়। একের পর এক জায়গা থেকে এসেছে সংঘর্ষের খবর। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। রাজ্যের যে সমস্ত জায়গা থেকে হিংসা ও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে, তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনা। গোটা নির্বাচন পর্বেই জেলার বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়েছেন রাজনৈতিক কর্মীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। ঘটেছে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। পালটা লাগাতার ধরপাকড় চালিয়েছে পুলিশ।এর আগে নির্বাচনের দিনই বুথে কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের ১৯২ বুথে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর। সেই ঘটনায় আহত হন উভয়পক্ষে আরও ১৫ জন। নিহত ওই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম মহম্মদ শাহেনশা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় চাকুলিয়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় মহম্মদ শাহেনশাকে কিষাণগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/0E8u1mQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads