শনিবারে তেলের দামে বড় আপডেট! কলকাতায় আজ পেট্রল-ডিজেল কত? https://ift.tt/lOPMLH0 - MAS News bengali

শনিবারে তেলের দামে বড় আপডেট! কলকাতায় আজ পেট্রল-ডিজেল কত? https://ift.tt/lOPMLH0

শনিবার, 29 জুলাই ভারতীয় তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের দাম ঘোষণা করেছে। আজ দেশের একাধিক শহরে পেট্রল এবং ডিজেলের দামে বেশ কিছু বৃহৎ পরিবর্তন ঘটেছে। বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম কম হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। রাজ্যগুলিতে জ্বালানির উপর নেওয়া করের হার আলাদা হয়। যার ফলে বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের দামেও পার্থক্য দেখা যায়।ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) -এর মতো রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপনন সংস্থাগুলি (ওএমসি) বিশ্বের প্রধান বেঞ্চমার্কগুলির রেট অনুযায়ী প্রতিদিন পেট্রল ও ডিজেলের দাম ঘোষণা করে। বস্তুত রোজ সকাল 6'টার সময় পাবলিক সেক্টরের তেল বিপনন সংস্থাগুলি পেট্রল এবং ডিজেলের দাম ঘোষণা করে।

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম জেনে নিন

1. কলকাতা - আজ পেট্রল 106.03 টাকা ও ডিজেল 92.76 টাকা।2. দিল্লি - আজ পেট্রল 96.72 টাকা এবং ডিজেল 89.62 টাকা।3. মুম্বই - আজ পেট্রল 106.31 টাকা ও ডিজেল 94.27 টাকা।4. চেন্নাই - আজ পেট্রল 102.73 টাকা এবং ডিজেল 94.33 টাকা।5. বেঙ্গালুরু - আজ পেট্রল 101.94 টাকা ও ডিজেল 87.89 টাকা।6. লখনউ - আজ পেট্রল 96.57 টাকা এবং ডিজেল 89.76 টাকা।7. জয়পুর - আজ পেট্রল 108.78 টাকা ও ডিজেল 93.99 টাকা।8. গুরুগ্রাম - আজ পেট্রল 96.85 টাকা ও ডিজেল 89.73 টাকা।9. চন্ডিগড় - আজ পেট্রল 96.20 টাকা ও ডিজেলর দাম 84.26 টাকা।10. নয়ডা - আজ পেট্রল 96.20 টাকা ও ডিজেলর দাম 89.75 টাকা।আপনি চাইলে খুব সহজে নিজের শহরের আজকের পেট্রল এবং ডিজেলের দাম জেনে নিতে পারেন। পেট্রল ও ডিজেলের দাম জানতে হলে আপনাকে তেল বিপনন সংস্থাগুলির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নয়তো তাদের এসএমএস করতে হবে। আপনি যদি ইন্ডিয়ান অয়েল -এর গ্রাহক হন, তাহলে আপনি 9224992249 নম্বরে আরএসপির নম্বর লিখে সিটি কোড দিন ও এসএমএস পাঠান। যদি বিপিসিএল এর গ্রাহক হন, সেই ক্ষেত্রে আরএসপি লিখে 9223112222 নম্বরে এসএমএস করবেন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/l452JOV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads