দিল্লি অর্ডিন্যান্স বিল কি আগে লোকসভায়? https://ift.tt/tRG57hd - MAS News bengali

দিল্লি অর্ডিন্যান্স বিল কি আগে লোকসভায়? https://ift.tt/tRG57hd

এই সময়, নয়াদিল্লি: ঠিক যেন দাবার লড়াই! প্রতিপক্ষকে কাত করতে নিজেদের রণকৌশল শেষ পর্যন্ত আড়াল রেখে অতর্কিতে আক্রমণের ছক সাজাচ্ছে শাসক-বিরোধী দু'পক্ষই। সংসদে আনা নিয়েও তেমনটাই দেখা যাচ্ছে দুই শিবিরে। রাজ্যসভায় যাতে এই বিল আটকানো যায়, সেজন্য কোমর বেঁধেছে বিরোধী 'ইন্ডিয়া' জোট। যাতে অসুস্থ সাংসদরাও অ্যাম্বুল্যান্সে এসে ভোটাভুটিতে অংশ নিতে পারেন, তার উদ্যোগ নিচ্ছে তারা। বিল পেশ করা হলে তার বিপক্ষে ভোট দেওয়ার জন্য অনেক দল ইতিমধ্যে হুইপও দিয়েছে। সেখানে বিরোধীদের শক্তি তুলনামূলকভাবে বেশি--এটা আঁচ করে বিকল্প কৌশল হিসাবে আগে লোকসভায় এই বিলটি পাশ করিয়ে নেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করছে শাসক শিবির--অনেকটা 'হোম ম্যাচে' ভালো রেজাল্ট করে 'অ্যাওয়ে ম্যাচে' বিপক্ষকে আগেভাগেই মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলে দেওয়ার মতো। আবার লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতার জেরে বিল পাশ করিয়ে নিতে পারলে সরকার পক্ষেরও মনোবল তুঙ্গে থাকবে। কিন্তু বিরোধীরা তৈরি থাকছেন, রাজ্যসভায় যখনই বিল পেশ করা হোক না-কেন, সেটিকে রোখার আপ্রাণ চেষ্টা করতে। সূত্রের দাবি, কংগ্রেস, তৃণমূল-সহ সব দলই তাদের সাংসদদের জানিয়ে দিয়েছে, আগামী সপ্তাহে রাজ্যসভায় তাদের উপস্থিতি বাধ্যতামূলক৷ দলের শীর্ষ স্তরের নির্দেশ পেয়ে আগামী সপ্তাহে দিল্লিতে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্যসভার ১৩ জন সাংসদই, দাবি দলীয় সূত্রে৷


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/n0VcHoK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads