মাইকেল অ্যাঞ্জেলোর 'ডেভিড' বোঝাতে গিয়ে পর্নোগ্রাফির আলোচনা! চাকরি খোয়ালেন প্রধান শিক্ষিকা https://ift.tt/twRDEnG - MAS News bengali

মাইকেল অ্যাঞ্জেলোর 'ডেভিড' বোঝাতে গিয়ে পর্নোগ্রাফির আলোচনা! চাকরি খোয়ালেন প্রধান শিক্ষিকা https://ift.tt/twRDEnG

পঞ্চদশ শতাব্দীর ইউরোপীয় রেনেসাঁ নিয়ে পড়ানোর সময় বিপত্তি। মাইকেল অ্যাঞ্জলো শিল্পকীর্তি বোঝাতে গিয়ে উঠল পর্নোগ্রাফি নিয়ে আলোচনার অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই চাকরি খোয়ালেন স্কুলের প্রধান শিক্ষিকা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানকার তাল্লাহাসি ক্লাসিক্যাল স্কুলের প্রধান শিক্ষিকা হোপ ক্যারাসকিল্লার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই স্কুলে বিক্ষোভও দেখান অভিভাবকদের একাংশ। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই দিন ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের ইতিহাসের ক্লাস নিচ্ছিলেন ক্যারাসকিল্লা। রেনেসাঁ যুগের ইউরোপীয় শিল্পকীর্তির কথা উল্লেখ করতে গিয়ে ক্লাসে ইটালিয় ভাস্কর মাইকেল অ্যাঞ্জলোর 'ডেভিড'-র প্রসঙ্গ তোলেন তিনি।অভিযোগ, 'ডেভিড' স্থাপত্যকীর্তি সম্পর্কে বোঝাতে গিয়ে পর্নোগ্রাফি নিয়ে আলোচনা করেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। এতেই বেজায় ক্ষুব্ধ হন অভিভাবকদের একাংশ। এর পরই স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, চরিত্র গঠনের বদলে ছাত্র-ছাত্রীদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছেন ওই শিক্ষিকা। অভিভাবকদের থেকে অভিযোগ পেতেই এই নিয়ে নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। এই ইস্যুতে প্রধান শিক্ষিকার জবাব তলব করা হয়। এর পরই ইস্তফা দেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা।পদত্যাগের পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারাসকিল্লা বলেন, "যে ভাবে এই প্রতিষ্ঠানে আমার কর্মজীবন শেষ হল, তা অত্যন্ত দুঃখের।" তবে স্কুল কর্তৃপক্ষের তরফে তাঁকে ইস্তফার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। ১৫০১-এ 'ডেভিড' তৈরির কাজ শুরু করেন বিখ্যাত স্থাপত্যশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। ১৫০৪-এ এই মূর্তি তৈরির কাজ শেষ করেন তিনি। নগ্ন পুরুষের একটি মূর্তিকে 'ডেভিড'-র মাধ্যমে ফুটিয়ে তোলেন তিনি। এই স্থাপত্যকীর্তি নিয়ে ক্লাস নিতে গিয়েই বিতর্কের মুখে পড়লেন আমেরিকার এক শিক্ষিকা।কয়েকদিন আগেই পড়ুয়াদের 'Sexual Fantasy'-র রচনা লিখতে দিয়ে বিতর্কের মুখে পড়ে আমেরিকার আরেকটি স্কুল। নিউ ইয়র্কের ওই স্কুলটির নাম ছিল Churchill High School। মার্কিন সংবাদ সংস্থা The New York Post-র প্রতিবেদন অনুযায়ী, স্কুলের তরফে দেওয়া হোমওয়ার্কে পড়ুয়াদের যৌনতা নিয়ে তাঁদের মনোভাবের কথা লিখতে বলা হয়েছিল। অনুচ্ছেদে রোমান্টিক সংগীত থেকে শুরু করে ক্যান্ডেল লাইট ডিনারের কথা উল্লেখ করতে বলা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই স্কুল গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শুধু তাই নয়, মামলা করার হুঁশিয়ারিও দেন তাঁরা। এর মধ্যেই আরেকটি স্কুলে উঠল মাইকেল অ্যাঞ্জেলোর 'ডেভিড' মূর্তির অপব্যাখ্যার অভিযোগ।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/SOuAFdI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads