বাংলাদেশের বাড়াবাড়িতে অসন্তুষ্ট ভারত, এবার সাকিবরা খেলতে পারবেন তো? https://ift.tt/A64Z7Vx - MAS News bengali

বাংলাদেশের বাড়াবাড়িতে অসন্তুষ্ট ভারত, এবার সাকিবরা খেলতে পারবেন তো? https://ift.tt/A64Z7Vx

আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ষোড়শ আইপিএল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স খেলতে নামবে চারবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ম্যাচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। তবে এই মরশুম শুরুর আগে, অর্থের আভিজাত্যে পরিপূর্ণ এই টুর্নামেন্ট বড়সড় একটা ধাক্কা খেয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যেই চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কয়েকজন আবার জাতীয় ক্রিকেট বোর্ডের NOC না পাওয়ার কারণে গোটা আইপিএল টুর্নামেন্টে হাজির থাকতে পারবেন না।তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা জাতীয় কর্তব্য পালনের জন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না। যাইহোক, শেষপর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তাতে এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপর কিন্তু রেগে ফায়ার হয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কারণ এই দুটো ক্রিকেট বোর্ডই আইপিএল টুর্নামেন্টের জন্য ক্রিকেটার ছাড়তে চাইছে না। বিসিসিআই এতটাই ক্ষুব্ধ যে পরের বছর থেকে এই দুই দেশের ক্রিকেট বোর্ডের উপর শ্যাডো ব্যানও লাগানো হতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই দুই দেশের কোনও ক্রিকেটার আইপিএল নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের , এবং মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএল মরশুমে খেলার কথা রয়েছে। কিন্তু আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ সিরিজ চলার কারণে ৯ এপ্রিলের আগে এই তিনজন ক্রিকেটার ভারতে আসতে পারবেন না। পাশাপাশি আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী মে মাসের ৯ থেকে ১৫ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য এই তিনজন ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বাড়বাড়ন্তে বিসিসিআই রীতিমতো রেগে গিয়েছে। সূত্রের খবর, বিসিসিআইয়ের পক্ষ থেকে নাকি বলা হচ্ছে যদি এতগুলো ম্যাচ নাই খেলতে পারে, তাহলে এরা নিলামে নাম নথিভূক্ত করে কেন? তবে শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটাররাই নন, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের কারণে শ্রীলঙ্কারও বেশ কয়েকজন ক্রিকেটার IPL টুর্নামেন্টের প্রথম সপ্তাহটা মিস করবেন।বিসিসিআই-এর একজন আধিকারিক ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, আগামী আইপিএল মরশুমে এই দুই দেশ থেকে আর কোনও ক্রিকেটার নেওয়া হবে কি না, সেই ব্যাপারেও বিসিসিআই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেছেন, 'যদি এই টুর্নামেন্টের কয়েকটা ম্যাচই খেলতে হয়, তাহলে আগামী মরশুম থেকে এই দুই দেশ থেকে আর কোনও ক্রিকেটার নেওয়া হবে না সেই ব্যাপারে বিসিসিআইকে চিন্তাভাবনা করতে হবে।' আসুন, তাহলে দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে কোন কোন ক্রিকেটার গোটা টুর্নামেন্ট খেলতে পারবেন না : ওয়ানিন্দু হাসারঙ্গা (RCB) - ৮ এপ্রিলমাথিশা পাথিরানা (CSK) - ৮ এপ্রিলমাহেশ থিক্ষণা - (CSK) - ৮ এপ্রিলভানুকা রাজাপাক্ষে (PBKS) - ৮ এপ্রিললিটন দাস (KKR) - ৮ এপ্রিল, এরপর আবার ৭ থেকে ১৪ মেসাকিব আল হাসান (KKR) - ৮ এপ্রিল, এরপর আবার ৭ থেকে ১৪ মেমুস্তাফিজুর রহমান (DC) - ৮ এপ্রিল, এরপর আবার ৭ থেকে ১৪ মে


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/P9KyqpS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads