রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত রাশিয়া https://ift.tt/GHaIAYs - MAS News bengali

রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত রাশিয়া https://ift.tt/GHaIAYs

রাষ্ট্রসংঘের () থেকে বরখাস্ত করা হল রাশিয়াকে (Russia)। ইউক্রেনের (Ukraine) উপর হামলার জেরে রাশিয়াকে এই মানবাধিকার সংগঠন থেকে বিতাড়িত করা হল। এদিকে, ঘোষণার পরই কাউন্সিল থেকে পদত্যাগ করে মস্কো। গোটা প্রক্রিয়ার ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত। ইউক্রেনের উপর ভয়াবহ হামলা চালানোর অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটি হয় রাষ্ট্রসংঘে। জেনারেল অ্যাসেম্বলির ৯৩টি সদস্য দেশ রাশিয়াকে বরখাস্তের পক্ষে ভোট দিয়েছে। ২৪টি সদস্য দেশ বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছে। অন্যদিকে ৫৮টি দেশ ভোটাভুটি থেকে বিরত থেকেছে। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় ছিল ভারতও। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি রাশিয়ার বিরুদ্ধে ভোটদানের প্রক্রিয়ায় বিরত থাকার খবর নিশ্চিত করেছেন। ভারত সরকারের তরফে টুইট করে জানানো হয়েছে, হিউম্যান রাইটস কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা সংক্রান্ত প্রক্রিয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে ত্রিমূর্তি জানিয়েছেন, ভারত যে কোনওরকম হিংসার অবসান চায়। এদিকে, সম্প্রতি ইউক্রেনের বুচ্চাতে গণহত্যার ঘটনায় ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। এই নিয়ে তদন্তেরও দাবি তুলেছে ভারত। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন উন্নয়নশীল দেশের সঙ্গে আলোচনার প্রস্তাবও করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দুই দেশের খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর অভাব নিয়েও উদ্বিগ্ন ভারত। রাষ্ট্রসংঘের ভেতরে ও বাইরে এই নিয়ে সকল দেশকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছেন টিএস ত্রিমূর্তি। 'যুদ্ধ নয়, বিশেষ অপারেশন' বলে দাবি করেও রাশিয়ার সেনা যে কাউকেই রেয়াত করছে না, তা বারবার অভিযোগ করছে ইউক্রেন। অভিযোগ, অনেকেরই মাথা গুঁড়িয়ে দিয়েছে রাশিয়ার বুলেট। উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, গির্জা চত্বরে পরিখার মতো করে কাটা ৪৫ ফুট লম্বা গণকবর! শোনা যাচ্ছে, রুশ ফৌজ একই দশা করেছে বরোদিয়াঙ্কা শহরেরও। এদিন সুমি-তেও অন্তত তিন জন সাধারণ নাগরিকের লাশ উদ্ধার করেছে ইউক্রেনের সেনা। অভিযোগ, মেরে ফেলার আগে এদের উপরেও ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে রাশিয়ার সেনা। এরই নজির টেনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিন রাষ্ট্রপুঞ্জকে বলেছেন, ''দায়েশের (আইএস) মতো সন্ত্রাসবাদীদের সঙ্গে বুচার রুশ ফৌজের কোনও তফাত নেই। তফাত একটাই যে, এখানে বর্বরতা চালাচ্ছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এক সদস্য। ইউক্রেনে কী চলছে, তার পূর্ণাঙ্গ বিবরণ এখনও দুনিয়ার সামনে আসেনি।'' রীতিমতো উদ্বেগ প্রকাশ করে ন্যাটো জানিয়েছে, নিজেদের দখলে থাকা অংশে আগামী দিনে আরও ভয়ঙ্কর হত্যালীলা চালাতে পারে রাশিয়ার সেনা।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/0dO6ok4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads