বিগ হিটার বনাম বোলিং বৈচিত্র্য, IPL-এ মুখোমুখি পঞ্জাব-গুজরাট https://ift.tt/hUyjoJa - MAS News bengali

বিগ হিটার বনাম বোলিং বৈচিত্র্য, IPL-এ মুখোমুখি পঞ্জাব-গুজরাট https://ift.tt/hUyjoJa

বোলিং বনাম ব্যাটিং। IPL-এ শুক্রবারের ম্যাচকে এভাবেই ব্যাখ্যা করা যায়। একদিকে রয়েছেন পঞ্জাব কিংসের () লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, ওডেন স্মিথ, ভানুকা রাজাপক্ষের মত বিগ হিটাররা অন্যদিকে গুজরাট টাইটান্সে () রয়েছেন মহম্মদ সামি, রশিদ খান ও লকি ফার্গুসনের মত বিধ্বংসী বোলাররা। চলতি মরশুমে দুই দল এই দুই বিভাগেই তাদের দক্ষতা দেখিয়েছে। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে আয়োজিত হতে চলা এই ম্য়াচ IPL-এ অন্যতম আকর্ষণীয় হতে চলেছে। কারণ এবার পঞ্জাব দল তৈরি করেছে একাধিক বিগ হিটার নিয়ে। কিন্তু বোলিং সেভাবে শক্তিশালী নয়। অন্যদিকে অন্যতম সেরা বোলিং লাইন আপ তৈরি করেছে গুজরাট। দুটি ম্যাচ এখনও পর্যন্ত খেলেছে IPL-এর এই নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট। দুটোতেই জিতেছে। এবং প্রতিটাতেই তাদের বোলিংয়ে শক্তি দেখা গেছে। পেস, সিম, স্যুইং, স্পিন সহ একাধিক ভ্যারিয়েশন দেখা গেছে। চলতি মরশুমে পঞ্জাব কিংস পাওয়ারপ্লেতে সবথেকে বেশি রান করেছে। ১০.৯৪। অন্যদিকে টাইটান্সের পাওয়ারপ্লেতে বোলিং গড় ১০.৭১। গুজরাটের যেখানে ভালো রেকর্ড সেখানে কিংসের রেকর্ডটা টলমল। প্রথম ম্যাচে তারা ২০৬ রান করে জেতে। কিন্তু, দ্বিতীয় ম্যাচে পিছলে পড়ে। হারতে হয় তাদের। তৃতীয় ম্যাচে CSK-র বিরুদ্ধে ফের জয়ে ফেরে। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) চিন্তা রয়েছে বরুণ অ্যারনের ফর্ম নিয়ে। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে তিনি মাত্র ১ ওভার বল করেছিলেন। তিনি চোটমুক্ত না হলে তাঁর বদলে দলে সুযোগ পেতে পারেন দর্শন নালকান্দে, যশ দয়াল অথবা প্রদীপ সাঙ্গওয়ানের মত কেউ। পঞ্জাব কিংস একই দল রাখতে পারে। সম্ভাব্য একাদশ পঞ্জাব কিংস ময়ঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা, ওডেন স্মিথ, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব আরোরা গুজরাট টাইটান্স শুভমন গিল, ম্যাথু ওয়েড, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, রশিদ খান, যশ দয়াল, লকি ফার্গুসন, মহম্মদ সামি পরিসংখ্যান টি-২০ তে মহম্মদ সামির বিরুদ্ধে নতুন বলে দাপট দেখিয়েছেন শিখর ধাওয়ান। এখনও পর্যন্ত নতুন বলে ধাওয়ানকে আউট করতে পারেননি সামি। এই ম্যাচে সামি তা বদলাতে পারেন কি না দেখার। শুভমন গিল এই মরশুমে এখনও ২১ বল স্পিন খেলেছে আর করেছেন ৪৫ রান। একবারও আউট হননি। অতীতে রাহুল চাহার গিলকে দুবার আউট করেছেন।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/xkHNuBP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads