মাওবাদীদের ডাকা বাংলা বনধে স্তব্ধ জঙ্গলমহল! https://ift.tt/3PpOfAo - MAS News bengali

মাওবাদীদের ডাকা বাংলা বনধে স্তব্ধ জঙ্গলমহল! https://ift.tt/3PpOfAo

ফের সক্রিয় হয়ে উঠছে মাওবাদীরা (Maoist)! মাওবাদীদের ডাকা বনধের () ব্যাপক প্রভাব পড়েছে ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) সহ সমগ্র জঙ্গলমহলে ()। শুক্রবার সকাল থেকেই শুনশান রাস্তাঘাট। বেলপাহাড়ি, লালগড়, বারিকুল সহ বিনপুর ১ ও ২ ব্লক, জামবনি ব্লক, এমনকি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, শালবনি, গোয়ালতোড়েও এদিনের বনধের প্রভাব চোখে পড়ার মতো। সমস্ত বাজার-দোকান বন্ধ। চলছে না কোনও বেসরকারি বাস, অটো, ট্যাক্সি। কেবল কয়েকটি সরকারি বাস চলছে। সরকারি বাসে যাত্রীসংখ্যা একেবারে হাতেগোনা। মূলত রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে দুর্নীতি, স্পেশাল হোমগার্ডের চাকরিতে দুর্নীতির প্রতিবাদেই ২৪ ঘণ্টা () ডেকেছে মাওবাদীরা। বনধের প্রাক্কালে বৃহস্পতিবারই বেলপাহাড়ি থেকে ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে। গত দু-তিনদিন ধরে বাঁকুড়া (Bankura) ও ঝাড়গ্রাম (Jhargram) জেলার সীমান্ত বারিকুল থানার অধীনে মাওবাদী পোস্টারও পাওয়া গিয়েছে। এরপর এদিনের বনধে সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়েছে সমগ্র জঙ্গলমহলে। বেলপাহাড়ির এক প্রবীণ বাসিন্দা বলেন, “মাওবাদীদের ডাকা বনধে আজ সকাল থেকেই রাস্তাঘাট শুনশান। দোকান-পাট বন্ধ। বেসরকারি বাস চলছে না। অনেকদিন পর মাওবাদীদের বনধে এরকম প্রভাব পড়ল।” একই কথা শোনা যায় গোয়ালতোড়ের এক বৃদ্ধের মুখে। বেলপাহাড়ির মূল রাস্তায় বেসরকারি গাড়ি চলা দূরস্ত, পথচলতি লোকজনের সংখ্যাও একেবারে হাতেগোনা। কয়েকজন সাইকেল ও বাইক আরোহী ছাড়া রাস্তাঘাটে কারোরই দেখা নেই। তবে কি আবার জঙ্গলমহলে (Jangalmahal) সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা (Maoist)? এদিন বেলপাহাড়ি, বিনপুর, জামবনি, শালবনি, গোয়ালতোড়, ঝালদার বনধের ছবি দেখে এমন প্রশ্নই জোরালো হচ্ছে। এর মধ্যে সবচেয়ে নজরকাড়া হল, সকাল সাড়ে আটটার মধ্যেই জঙ্গলমহলজুড়ে বনধের ব্যাপক প্রভাব দেখা গেলেও পুলিশের দেখা নেই। ঝাড়গ্রাম শহর থেকে ৬৫-৭০ কিমি ভিতর পর্যন্ত পুলিশি টহল দেখা যায়নি। একই অবস্থা অন্যান্য জেলাতেও। ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, বেলপাহাড়িতে ল্যান্ডমাইন উদ্ধারের পাশাপাশি তৃণমূল নেতা সাবধান হুঁশিয়ারি দিয়ে পোস্টারও পড়েছে। শুধু বেলপাহাড়ি বা ঝাড়গ্রাম জেলা নয়, পশ্চিম মেদিনীপুরের শালবনি, গোয়ালতোড়েও মাওবাদীরা (Maoist) মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। দিন ২০ আগে পশ্চিম মেদিনীপুরের রঞ্ঝার জঙ্গল থেকে ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে। মাস দুই-তিনেক আগে মাওবাদী পোস্টারও পড়েছে। এমনকি উত্তর ২৪ পরগনাতেও মাওবাদী পোস্টার দেখা গিয়েছে। এর উপর মাওবাদীদের ডাকা বনধে সমগ্র জঙ্গলমহলে ব্যাপক প্রভাব পড়ায় প্রশাসনের কপালে যে চিন্তার ভাঁজ ফেলল, তা বলা বাহুল্য।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/Mb5Z6XJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads