মাদক মামলায় আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পেল না SIT https://ift.tt/2pWRzwl - MAS News bengali

মাদক মামলায় আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পেল না SIT https://ift.tt/2pWRzwl

Aryan Khan Innocent: ৩ অক্টোবর, ২০২১। মুম্বইয়ের এক বিলাসবহুল প্রমোদতরী থেকে গ্রেফতার হলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদক কাণ্ডে নাম জড়াল তাঁর। ২০ দিনেরও বেশি সময় জেলে কাটানোর পর মুক্তি পেলেন আরিয়ান। তদন্তে গঠন করা হল নার্কোটিকস কনট্রোল ব্যুরোর স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। এবার সামনে এল সিটের তদন্ত রিপোর্ট। জানা গিয়েছে আরিয়ান খানের (Aryan Khan) বিরুদ্ধে এমন কোনও তথ্য প্রমাণ নেই যার থেকে প্রমাণ হতে পারে যে কোনও মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর। ফলে এনসিবি যে অভিযোগ এনেছিল শাহরুখ-পুত্রের বিরুদ্ধে তা একেবারেই ভুল। এক সর্বভারতীয় সংবাদপত্রের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী SIT তাদের তদন্ত রিপোর্টে জানিয়েছে আরিয়ান খানের কাছে কখনও মাদক ছিলই না। এমনকি তাঁর ফোন বাজেয়াপ্ত করারও কোনও কারণ ছিল না। আরিয়ানের WhatsApp Chat থেকেও এমন কিছুই পাওয়া যায়নি, যার ভিত্তিতে দাবি করা যায় যে কোনও আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে। এখানেই শেষ নয়, NCB-র তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কেন আরিয়ানের জেরার কোনও ভিডিয়ো ডকুমেন্টেশন নেই, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে SIT। আরিয়ান খানের জামিনের নির্দেশে হাই কোর্টের তরফে বলা হয়েছিল, ‘এমন কোনও পাকাপোক্ত প্রমাণ নেই যা দেখা আদালত নিশ্চিত হতে পারে অভিযুক্তরা কোনও রকম বেআইনি কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। শুধুমাত্র ওই ক্রুজে রেডের সময়ে আরিয়ান, আরবাজ এবং মুনমুন ছিলেন মানেই তাঁদের বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ আনা যায় না।’ এই যুক্তির ভিত্তিতেই তিন জনের জামিন মঞ্জুর করা হয়। এখানেই শেষ নয়। আদালতের স্পষ্ট মত, তদন্তকারী আধিকারিকের কাছে যে বয়ান রেকর্ড করা হয়েছে তার ভিত্তিতে মামলা এগিয়ে নিয়ে যেতে পারে না নার্কোটিকস কনট্রোল ব্যুরো।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/jKmVIxS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads