'পুতিন স্বৈরাচারী'', কড়া প্রতিক্রিয়া বাইডেনের https://ift.tt/p28Xq9l - MAS News bengali

'পুতিন স্বৈরাচারী'', কড়া প্রতিক্রিয়া বাইডেনের https://ift.tt/p28Xq9l

এই সময় ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বকে অশান্ত করে তুলেছেন রাশিয়ার স্বৈরাচারী নেতা। ফের একবার এভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের () কড়া সমালোচনা করলেন ()। State Of The Union Address-এ মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন বলেন, ''আমাদের নিষেধাজ্ঞাগুলির যন্ত্রণা রাশিয়াকে ভোগ করতে হবে। রুশ অর্থনীতিতে এই ধাক্কা ভুগতে হবে। বিশ্ব শান্তি চায়। রাশিয়ার ডিকটেটর গোটা বিশ্বকে অশান্ত করে তুলেছেন।'' একইসঙ্গে তাঁর ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথে কোনও রুশ বিমান প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, রাশিয়ার সমস্ত ধনকুবেরদের ইয়ট, প্রাইভেট জেট বাজেয়াপ্ত করা হবে। এদিকে, ফের একবার জো বাইডেন স্পষ্টভাবে জানিয়ে দেন, ইউক্রেনে (Ukraine) রুশ সেনার সঙ্গে কখনই সংঘর্ষ লিপ্ত হবে না আমেরিকা। অর্থাৎ রাশিয়ার সঙ্গে কোনওভাবেই সম্মুখ সমরে যেতে চায় না বাইডেনের আমেরিকা। একইসঙ্গে পুতিনকে হুঁশিয়ারি দিয়ে জো বাইডেন বলেন, ''প্রেসিডেন্ট পুতিন ভেবে নিয়েছিলেন তিনি খুব সহজেই ইউক্রেন দখল করে নেবেন। বদলে তিনি একটি শক্তপোক্ত দেওয়ালে ধাক্কা খেলেন। সেই দেওয়াল হল ইউক্রেনের মানুষ আর তাঁদের অপরিসীম মনোবল।'' কিন্তু, আমেরিকার এই 'হুঁশিয়ারি'তে কি আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে রুশ আগ্রাসন? আপাতত এই প্রশ্নেই ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে। সমস্যা ( ) মেটাতে টেলিফোনে আলোচনা সারেন রুশ প্রেসিডেন্ট ( ) এবং মার্কিন প্রেসিডেন্ট ( )। সূত্রের দাবি, বাইডেন নাকি পুতিনকে স্পষ্ট করে দিয়েছেন, মস্কো যদি ইউক্রেনের উপর হামলা চালায়, তাহলে 'অতি দ্রুত রাশিয়াকে তার খেসারত' দিতে হবে। ইতিমধ্যেই, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের কাছে ইউক্রনকে অন্তর্ভূক্তকরণের আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ( )। গত সোমবার সন্ধেয় আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া শুরুও করে দেন ইউক্রেনের রাষ্ট্রনেতা। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে আবেদনপত্রে স্বাক্ষর করেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে, EU ইউক্রেনকে সদস্যপদ দিতে রাজি হয়েছে। জেলেনস্কি বলেছিলেন, "আমরা আমাদের মাতৃভূমির জন্য লড়াই করছি। আমাদের সমস্ত শহর এই মুহূর্তে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের হারানো, ভেঙে ফেলা সম্ভব নয়। আমরা ইউক্রেনীয়।” বেলারুশ সীমান্তে এবং দ্বিপাক্ষিক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/O54N7Ul
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads