প্রাক্তন NSE প্রধান চিত্রা রামকৃষ্ণাকে গ্রেফতার করল CBI https://ift.tt/T5cSJx3 - MAS News bengali

প্রাক্তন NSE প্রধান চিত্রা রামকৃষ্ণাকে গ্রেফতার করল CBI https://ift.tt/T5cSJx3

Chitra Ramakrishna: অবশেষে গ্রেফতার হলেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ( ) বা NSE- র প্রাক্তন সর্বাধিনায়িকা ( Chitra Ramkrishna)। বেশ কিছুদিন ধরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক গাফিলতির জন্যে তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল CBI। হিমালয়ান যোগী কান্ডে তাঁর বিরুদ্ধে যে তদন্ত চলছিল-- সেই তদন্তের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে CBII। ঠিক কী অভিযোগ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ( National Stock Exchange) বা NSE-র এই প্রাক্তন সর্বাধিনায়িকার বিরুদ্ধে? সূত্র মারফৎ জানা গিয়েছে, চিত্রা রামাকৃষ্ণার বিরুদ্ধে স্টক মার্কেটের বিপুল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। স্টক মার্কেটে যে অর্থকরী বিপুল নানা বিষয়ে যে ঘাটতি তৈরি হয়েছিল-- সেই ঘাটতির জন্যে প্রাক্তন প্রধানকেই দায়ি করেছে CBI। বিষয়টি কোর্টের অধীনস্থ ছিল৷ প্রসঙ্গত আজকের এই গ্রেফতারির আগে দিল্লি হাইকোর্টে ( Delhi Highcourt) রামাকৃষ্ণার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এছাড়া দিল্লি হাইকোর্টে সঞ্জীব আগরওয়ালের ( Sanjeev Agarwal) বিশেষ বেঞ্চ এও বলে যে SEBI বিগত কয়েক বছর ধরে অভিযুক্তের প্রতি কিছুটা নরম মনোভাব পোষণ করে এসেছে। এই দুইয়ের ফলশ্রুতিতেই আজ CBI এর হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন NSE প্রধান। চিত্রা রামাকৃষ্ণার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। প্রাথমিক অভিযোগ আর্থিক দুর্নীতির। দ্বিতীয় অভিযোগ হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ( National Stock Exchange) বা NSE-র গোপন একাধিক তথ্যাদি বাইরে বের করে দেওয়ার। বিগত চার বছর ধরে CBI এর হাতে এই কেসের তদন্ত চলছে। অবশেষে আজ গ্রেফতার হয়েছেন চিত্রা রামাকৃষ্ণা। গোটা ঘটনায় আরেকজনের নাম বিশেষভাবে সামনে উঠে এসেছে। তিনি হলেন "হিমালয়ান যোগী"! কে এই হিমালয়ান যোগী? চিত্রা রামাকৃষ্ণার মতে এই হিমালয়ের এক সাধক বা যোগীর নির্দেশেই যাবতীয় কাজ তিনি করেছেন। CBI এরও সন্দেহ গোটা ঘটনা আসলে চালিত হয়েছে তৃতীয় কোনও ব্যক্তির হাত ধরে। অর্থাৎ যাবতীয় দুর্নীতির পিছনে আছেন অন্য কেউ। সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে চিত্রা রামাকৃষ্ণার সঙ্গে একজনের ইমেইলে কথা চালাচালি হয়েছে। তিনিই এই হিমালয়ের সাধক। অনেকের সন্দেহ এই হিমালয়ের সাধক আসলে National Stock Exchange বা NSE-র অন্যতম প্রাক্তন অফিসার আনন্দ সুব্রমানিয়ান ( Anand Subramanian)। যদিও পুরো বিষয়টি নিয়েই এখনও ধোঁয়াশা আছে। এই গ্রেফতারির পর ধোঁয়াশা কাটে কিনা সেটাই দেখার।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/x85jhHt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads