'আত্মসমীক্ষা' কি 'বাথরুমে' করবে! টুইটে গেরুয়া নেতৃত্বকে খোঁচা তথাগতর https://ift.tt/l0SRJqc - MAS News bengali

'আত্মসমীক্ষা' কি 'বাথরুমে' করবে! টুইটে গেরুয়া নেতৃত্বকে খোঁচা তথাগতর https://ift.tt/l0SRJqc

এই সময় ডিজিটাল ডেস্ক: 'আত্মসমীক্ষা' ইস্যুতে লকেট-দিলীপ দ্বৈরথের মধ্যেই আবারও সরব প্রবীণ BJP নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলীয় নেতাদের খোঁচা দিয়ে তাঁদের 'শিক্ষাদীক্ষা' নিয়েই প্রশ্ন তুললেন তিনি! বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Polls 2022) পর কলকাতা-সহ চার পুরনিগম এবং সবশেষে রাজ্য়ের বাদবাকি সবক'টি পুরসভার ভোট (), প্রত্যেকটি ক্ষেত্রেই BJP-র অবনমনের ধারাবাহিকতা অব্যাহত। এই ঘটনায় চিন্তা বেড়েছে রাজ্যের গেরুয়া নেতৃত্বের। কেন এই ফল হল, তা নিয়ে পর্যালোচনা করতে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। সূত্রের দাবি, সেই বৈঠকে সর্বস্তরের দলীয় নেতা, কর্মীদের আত্মসমীক্ষা করার পরামর্শ দেন লকেট। যা বাকিদের খুব একটা পছন্দ হয়নি। এমনিতেই লকেট চট্টোপাধ্য়ায়কে () নিয়ে ইদানীংকালে BJP-র অন্দরে দ্বন্দ্ব বাড়ছে। হুগলি জেলা থেকে সাংসদ পদে নির্বাচিত হলেও তাঁকে সেভাবে এলাকায় দেখা যায় না বলে অভিযোগ। তার উপর বিধানসভা ভোটের জেরে BJP কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে গোবলয়ে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল। ফলে, পুরভোটের সময় পশ্চিমবঙ্গে সেভাবে সময় দিতে পারেননি তিনি। আর এখানেই লকেটকে নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরে। জেলা ও রাজ্যস্তরের নেতাদের একাংশের বক্তব্য, যিনি নিজেই ভোটের সময় রাজ্যে ছিলেন না, তাঁর মুখে আত্মসমালোচনা বা আত্মসমীক্ষার পরামর্শ মানায় না। এ নিয়ে প্রকাশ্যেই লকেটের সমালোচনা করেছেন দিলীপ ঘোষ ()। এদিকে, দীর্ঘদিন ধরেই দিলীপকে অপছন্দ করে আসছেন তথাগত। তাঁর সেই মনোভাব তিনি কখনও লুকিয়ে রাখারও চেষ্টা করেননি। রবিবার তথাগত তাঁর টুইটার (Twitter) হ্যান্ডেলে একটি পোস্ট করেন। লেখেন, "আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়। তা না হলে তো বাড়ির বাথরুমে বসেই করা যায়, বৈঠক ডাকবার দরকার হয় না। দল কি ভুল করেছে, কার নেতৃত্বে, কি ভাবে সেটা শুধরানো যাবে, সেটাই দেখতে হবে, কে কত কিলোমিটার চক্কর মেরেছে তা নয়। কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার।" এই টুইটটি লকেট চট্টোপাধ্য়ায়কেও ট্যাগ করেছেন তথাগত। প্রশ্ন উঠছে, তাহলে কি, তিনিও আত্মসমালোচনার পক্ষেই রয়েছেন? তিনিও কি চাইছেন হারের কারণ খুঁজতে গিয়ে আগে আয়নার দিকে তাকান দলের নেতা, কর্মীরা? এর আগেও একাধিকবার রাজ্য BJP-র নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তথাগত রায়কে। বহু ক্ষেত্রেই প্রকাশ্য দলীয় নেতৃত্বের সমালোচনা করেছেন তিনি। তা নিয়ে বিতর্ক হলেও সেসবে পাত্তা দিতে নারাজ তথাগত। তবে, এবারের ঘটনায় যেভাবে দিলীপ এবং লকেটের মতো শীর্ষস্তরের দুই নেতানেত্রীর মধ্যে প্রকাশ্য কোন্দল শুরু হয়েছে, তাতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/gfY7zj9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads