শান্তি বৈঠকে গিয়ে 'খুন' ইউক্রেনের তিন প্রতিনিধি! https://ift.tt/01l4mYf - MAS News bengali

শান্তি বৈঠকে গিয়ে 'খুন' ইউক্রেনের তিন প্রতিনিধি! https://ift.tt/01l4mYf

এই সময় ডিজিটাল ডেস্ক: শান্তি বৈঠকে () অংশগ্রহণকারী তিন ইউক্রেনীয় প্রতিনিধির অস্বাভাবিক মৃত্যু! তাঁদের খুন করা হয়েছে বলে দাবি কিয়েভের! ঘটনা ঘিরে বাড়ছে উত্তাপ! যুদ্ধ () থামাতে বেলারুশ সীমান্তে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। সেই দলেই ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের ওই তিন আধিকারিক। ইউক্রেন সরকারের দাবি, তাঁদের বিশেষ দায়িত্ব (Special Assignment) দিয়ে পাঠানো হয়েছিল। সেই দায়িত্ব পালন করতে গিয়েই ওই তিনজনকে খুন হতে হয়! শনিবার এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। তাতে বলা হয়েছে ওই তিনজন ইউক্রেনকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন। তার জেরেই তাঁদের নিশানা করা হয়। এঁরা সকলেই ইউক্রেনের প্রধান গুপ্তচর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যেই তৃতীয় দফায় আলোচনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। শনিবার ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। কিন্তু, তারপরই রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমন প্রেক্ষাপটে এই তিন ইউক্রেনীয় আধিকারিকের মৃত্যু পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিকে, রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন () জানান, তিনি ইউক্রেনে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযান বন্ধ করে দিতে রাজি আছেন! তবে তার আগে ইউক্রেনকে তাঁর সমস্ত দাবি মানতে হবে! ইউক্রেনের সেনাবাহিনী রুশ সেনাকে যেভাবে প্রতিহত করছে, সেই প্রক্রিয়াও বন্ধ করতে হবে! বলা বাহুল্য, এমন প্রস্তাবে কিয়েভ রাজি নয়। তাদের পালটা দাবি, অবিলম্বে ইউক্রেন থেকে রুশ বাহিনীকে প্রত্যাহার করতে হবে। তাতে আবার মস্কো নারাজ। এই দড়ি টানাটানির জেরেই অধরা সমাধান। এদিকে, যুদ্ধ থামাতে দফায় দফায় রাষ্ট্রনেতারা পুতিনের সঙ্গে কথা বলছেন। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। এই পরিস্থিতির খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। তাঁদের দিন কাটছে হয় বেসমেন্টে, আর না হয় বাঙ্কারে! ইতিমধ্যেই ঘর, বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন তাঁরা। এদিকে, এখনও সুমিতে আটকে রয়েছেন কয়েকশো ভারতীয় পড়ুয়া। তাঁদের কাছে খাবার জলটুকুও নেই। সোশ্য়াল মিডিয়ায় সাহায্যের জন্য আর্তি জানাচ্ছেন তাঁরা। তাঁদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রকও। তবে এসবের মধ্যেই ভারতীয়দের উদ্ধারের প্রক্রিয়াও চলছে। প্রতিদিনই বিমানে দেশে ফিরছেন তাঁরা। কিন্তু, সমস্ত ভারতীয়কে কবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, সেই বিষয়ে কোনও পক্ষই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/7vtOH8L
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads