জ্বালানির দামে প্রথম ধাক্কা! বাড়ল CNG-এর দাম https://ift.tt/Bb32SMj - MAS News bengali

জ্বালানির দামে প্রথম ধাক্কা! বাড়ল CNG-এর দাম https://ift.tt/Bb32SMj

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের আগুন দর। সোমবার 130 ডলার প্রতি ব্যারেল ছুঁয়ে ফেলেছিল দাম। তবে এবার অভ্যন্তরীণ বাজারেও পড়তে চলেছে প্রভাব। যদি কোনও ব্যক্তি CNG (Compressed Natural Gas) গাড়ি চালান, তবে তাঁর জন্য এখবর অত্যন্ত দরকারি। অপরিশোধিত তেলের দাম বাড়ার পর এবার দাম বাড়ছে CNG-র। দিল্লি ও NCR শহরগুলিতে 1 টাকা করে বাড়ল CNG-এর দাম। মঙ্গলবার সকাল থেকেই নতুন দাম প্রযোজ্য CNG-র নতুন দাম মঙ্গলবার সকাল 6 টা থেকে প্রযোজ্য হবে। দিল্লিতে CNG-র দাম প্রতি লিটারে বৃদ্ধি পাচ্ছে 50 পয়সা। সোমবার দিল্লিতে CNG-র দাম রয়েছে 57.01 টাকা প্রতি লিটার। যা মঙ্গলবার সকাল থেকে বেড়ে 57.51 টাকা হবে। দিল্লিতে 50 পয়সা দাম বাড়লেও নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদে CNG-র দাম বাড়বে 1 টাকা করে। এই তিন শহরে CNG-র দাম 58.58 টাকা থেকে বেড়ে 59.58 টাকা হয়ে যাবে। পেট্রল-ডিজেলেও বাড়তে পারে দাম! বিশেষজ্ঞরা বলছেন, পেট্রলের দাম 12 টাকা করে প্রতি লিটারে বাড়তে পারে। ডিজেলের দামও 8 টাকা থেকে 10 টাকা বাড়তে পারে। তবে 12 টাকা দাম বৃদ্ধি একবারে না হয়ে হয়তো ধাপে ধাপে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অল ইন্ডিয়া পেট্রল অ্যাসোসিয়েশনের ( All India Petrol Association) সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছেন, মঙ্গলবার থেকে দাম বাড়তে পারে পেট্রল-ডিজেলে। এমনিতেই কলকাতায় পেট্রলের দাম (Petrol Price) রয়েছে সেঞ্চুরির উপরে। প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 104.67 টাকা। যা কিনা গত বছরের মার্চ মাসের তুলনায় অনেকটাই বেশি। এরপর আরও দাম বাড়লে জ্বালানি কেনাই মুশকিল হয়ে যাবে সাধারণ মানুষের জন্য। অপরিশোধিত তেলে রেকর্ড দাম বৃদ্ধি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price) লাফিয়ে বাড়ছে। গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিকোচ্ছে অপরিশোধিত তেল। এদিন সকালে Brent Crude Oil-এর দাম পৌঁছল 130 ডলার প্রতি ব্যারেল। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন এই সময় ডিজিটালের ব্যবসার পাতায়। একই সঙ্গে কোন ধরনের খবর আপনার পছন্দ, তা জানান কমেন্ট বক্সে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/MfcV2kA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads