পঞ্জাবে সরকার গড়ার পথে AAP? এবার কেজরির টার্গেট বাংলা! https://ift.tt/zIHZlOY - MAS News bengali

পঞ্জাবে সরকার গড়ার পথে AAP? এবার কেজরির টার্গেট বাংলা! https://ift.tt/zIHZlOY

এই সময় ডিজিটাল ডেস্ক: Punjab-এর পর বাংলাই (West Bengal) লক্ষ্য! আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই লড়াইয়ের ময়দানে নামবেন আম আদমি পার্টির () প্রার্থীরা। সোমবার এই সময় ডিজিটালকে একথা জানালেন দলের রাজ্য নেতারা। সোমবারই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পালা সাঙ্গ হয়েছে। বুথফেরত সমীক্ষা () সামনে আসতে নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল। সৌজন্য, পঞ্জাবে আম আদমি পার্টির সম্ভাব্য ফলাফল। বিশেষজ্ঞদের হিসাব বলছে, এবার সে রাজ্যে রেকর্ড ভোটে জয়লাভ করবে AAP। গড়বে সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরপর কি বাংলা নিয়ে আলাদা করে ভাবনা, চিন্তা শুরু করবে অরবিন্দ কেজরিওয়ালের () দল? এই সময় ডিজিটালের প্রতিনিধির প্রশ্নের উত্তরে দলের দুই নেতা জানালেন, সেই ভাবনা, চিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাঁরা। রাজ্যজুড়ে চলছে সংগঠনকে আরও মজবুত করার কাজ। চলছে সদস্য সংগ্রহ। এ রাজ্যে AAP-এর মিডিয়া কোঅর্ডিনেটর অরবিন্দ হালদার জানিয়েছেন, পঞ্জাবের এই ফল তাঁদের কাছে অভিপ্রেতই ছিল। এবং এদিনের এগজিট পোল যে বাস্তবের সঙ্গে একেবারে মিলে যাবে, সেই বিষয়েও তাঁরা নিশ্চিত। পাশাপাশি, উত্তরাখণ্ড-সহ অন্যান্য রাজ্যেও দলের খাতা খোলার সম্ভাবনা আছে বলে মনে করছেন তাঁরা। অরবিন্দ জানিয়েছেন, বাংলায় তাঁরা একটি মজবুত ও দৃঢ় বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান। তাতে সময় লাগুক ক্ষতি নেই। কিন্তু, লড়াই হলে সেটা সর্বশক্তি নিয়েই হবে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠন বিস্তারের কাজ জোর কদমে চলছে। অরবিন্দর দাবি, AAP-এর প্রতি সবথেকে বেশি আগ্রহ যুব সম্প্রদায়ের। বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজ কাজ করতে চাইছে। সেক্ষেত্রে AAP-এর উপর আস্থা রাখছে তারা। একই সুর শোনা গিয়েছে দলের হাওড়া শাখার জেলা অধ্যক্ষের গলাতেও। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে আসন্ন পঞ্চায়েত নির্বাচনই AAP-এর প্রধান লক্ষ্য। সেই মতোই ঘুটি সাজাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই রাজ্যের অন্তত ১৫টি জেলায় কমিটি গঠনের কাজ সারা হয়ে গিয়েছে। বাদবাকি জেলাগুলিতেও খুব দ্রুত সেই প্রক্রিয়া সেরে ফেলা হবে। অরবিন্দ এবং অর্ণব, দুজনেরই বক্তব্য হল, বর্তমানে সব রাজনৈতিক দলই শুধু অন্য দলকে হারিয়ে ক্ষমতা দখলের কথা বলে। মানুষের যেটা ন্যূনতম প্রয়োজন, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। কেউ শিক্ষার কথা, অন্নের কথা, স্বাস্থ্যের কথা বলে না। এগুলি কেবলমাত্র AAP-এর ইস্যু। তাই আগামী দিনে AAP-ই সেরা বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে। কারণ, AAP মেরুকরণের কথা বলে না, হিংসার কথা বলে না। বলে, শুধুমাত্র নাগরিকের অধিকারের কথা ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/951ltyR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads