মণিপুরেও গেরুয়া ঝড়! সরকারে ফিরছে BJP, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায় https://ift.tt/iq5kZ4C - MAS News bengali

মণিপুরেও গেরুয়া ঝড়! সরকারে ফিরছে BJP, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায় https://ift.tt/iq5kZ4C

এই সময় ডিজিটাল ডেস্ক : মণিপুর রাজ্যে ফের সরকার গড়তে চলেছে BJP। উত্তর-পূর্বের এই রাজ্যে BJP সব থেকে আসন পেতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায়। সোমবার শেষ হয়েছে পাঁচ রাজ্যের ভোট গ্রহণ প্রক্রিয়া। তারপরই যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে, তাতে একাধিক সংস্থা জানিয়েছে, মণিপুরের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে BJP। ওয়াকিবহাল মহলের অনেকেই জানিয়েছেন, সরকার গঠন করার জন্য যতগুলি আসন দরকার, প্রায় ততগুলি আসনেই জিততে চলেছে BJP। যদিও কারও কারও মতে, ম্যাজিক ফিগারের সামান্য কম আসনে জিততে চলেছে গেরুয়া ব্রিগেড। সেক্ষেত্রে অবশ্য সরকার গঠন করার জন্য তাদের অন্য দলের সমর্থন নিতে হতে পারে। মণিপুর বিধানসভায় মোট আসন রয়েছে ৬০টি । সরকার গড়তে দরকার ৩১টি আসন। এটাই হল ম্যাজিক ফিগার। Zee News-DESIGNBOXED-এর বুথ ফেরত সমীক্ষা () অনুসারে, মণিপুরে BJP-র ঝুলিতে আসতে চলেছে ৩২ থেকে ৩৮টি আসন। কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৭টি আসন। আবার News 18 Punjab P-MARQ-র হিসাবে, মণিপুরে পদ্ম শিবির জিততে পারে ২৭ থেকে ৩১টি আসন। অন্যদিকে, কংগ্রেস ও অন্যারা পেতে পারে ১১ থেকে ১৭টি আসন। India News-র হিসাবে , এই রাজ্যে BJP পেতে পারে ২৩ থেকে ২৮টি আসন। কংগ্রেস ও তার সহযোগী দলের হাতে আসতে পারে ১০ থেকে ১৪টি আসন। Jan Ki Baat-র মতে, Manipur রাজ্যে BJP জিততে চলেছে ২৩ থেকে ২৮টি আসন। কংগ্রেস ও সহযোগী দলের ঝুলিতে আসতে পারে ১০ থেকে ১৪টি আসন, NPP জিততে পারে ৭-৮টি আসন, NPF-র হাতে আসতে পারে ৫ থেকে ৮টি আসন। আরও একটি সংস্থার হিসাবে, মণিপুর রাজ্যে BJP জিততে চলেছে ৩৩ থেকে ৪৩টি আসন। কংগ্রেস ও সহযোগী দলের ঝুলিতে আসতে পারে ৪ থেকে ৮টি আসন। NPP জিততে পারে ৪-৮টি আসন এবং NPF-র হাতে আসতে পারে ৬ থেকে ১৫টি আসন। গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যের ২৮টি আসনে জিতেছিল Congress। ২১টি আসনে জয়লাভ করে BJP। NPP, NPF-র সমর্থন পেয়ে সরকার গঠন করে পদ্ম শিবির। কিন্তু, এবার তাদের দুই সহযোগী দলই আলাদা আলাদা লড়াইয়ের ময়দানে নেমেছিল। এবার দুদফায় ভোট নেওয়া হয় মণিপুরে। প্রথম দফার ৩৮টি আসনে প্রার্থী ছিলেন ১৭৩ জন। শেষ দফায় ২২টি কেন্দ্রে লড়াই করেন ৯২ জন। শেষ দফায় ভোট পড়ে প্রায় ৮০%। ভোট গণনা করা হবে আগামী ১০ মার্চ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Zj1J4na
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads