ইন্টারনেটে নিয়ন্ত্রণ, পরীক্ষার সূচি বদল IIT শিবপুর, মৌলানা আবুল কালাম আজাদের https://ift.tt/L7xYJBN - MAS News bengali

ইন্টারনেটে নিয়ন্ত্রণ, পরীক্ষার সূচি বদল IIT শিবপুর, মৌলানা আবুল কালাম আজাদের https://ift.tt/L7xYJBN

এই সময় ডিজিটাল ডেস্ক: চলাকালীন রাজ্যের কয়েকটি জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। আর তার জেরেই বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ঘোষিত পরীক্ষাসূচি বদল করতে হল। রবিবার IIT শিবপুরের তরফে একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছি। তাই বেশ কয়েকটি পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হল। IIT শিবপুরের তরফে মূলত পরীক্ষার সময়সীমায় বদল আনা হয়েছে। স্নাতক স্তরের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল, সকাল সাড়ে এগাটো থেকে দুপুর সোয়া বারোটা পর্যন্ত। বদলে সেটি হবে বিকেল সোয়া পাঁচটা থেকে ছটা পর্যন্ত। স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল, দুপুর আড়াইটে থেকে বিকেল সোয়া তিনটে পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি হল সন্ধে সাড়ে ছটা থেকে সোয়া সাতটা। স্নাতক স্তরের অষ্টম সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল, বিকেল চারটে থেকে পৌনে পাঁচটার মধ্যে। এক্ষেত্রে অবশ্য পরীক্ষার সময়সীমা একই থাকছে। এছাড়া, একইভাবে স্নাতকোত্তর স্তরের পরীক্ষাতেও বদল আনা হয়েছে। অন্যদিকে, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পরীক্ষা সময়সূচি বদলানো হয়েছে। জানানো হয়েছে, আগামী ৭ মার্চ থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা, তা সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটের বদলে বিকেল সাড়ে চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত হবে। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হতে চলা মাধ্যমিকে () নকল এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অনভিপ্রেত ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ করেছে রাজ্য সরকার। স্থির হয়েছে, পরীক্ষা শুরুর আগে থেকেই 'স্পর্শকাতর' সাতটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। রাজ্যের বাদবাকি অংশে অবশ্য পরিষেবা স্বাভাবিকই থাকবে। রবিবারই রাজ্য সরকারের তরফে জানানো হয়, সরকারের কাছে তথ্য রয়েছে যে মাধ্যমিক চলাকালীন কয়েকটি জেলায় ইন্টারনেট ব্যবহার করে বেআইনি কাজ করা হতে পারে। তাই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলার কিছু ব্লকে ৭ মার্চ থেকে ৯ মার্চ, ১১-১২ মার্চ এবং ১৪ থেকে ১৬ মার্চ এই আটদিন সকাল ১১টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। তবে ফোন কল, SMS বা পত্রপত্রিকার উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/breYoFv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads