NFT মেটাভার্সে দেশের প্রথম মিউজিক কনসার্ট! সম্ভব? জানুন... https://ift.tt/Y1WIdQr - MAS News bengali

NFT মেটাভার্সে দেশের প্রথম মিউজিক কনসার্ট! সম্ভব? জানুন... https://ift.tt/Y1WIdQr

এন এফ টি (NFT ) আমাদের তথ্য সংগ্রহের ধক্রনটা খুব বদলে দিচ্ছে আসলে। ছবি থেকে শুরু করে অডিও, সমস্ত কিছুই আস্তে আস্তে গণ্য করা হচ্ছে ডিজিটাল অ্যাসেট হিসাবে। NFT- ওয়েভে এই প্রতিটা জিনিসই ধীরে ধীরে পরিগণিত হচ্ছে, ডিনিটাল অ্যাসেট হিসেবে৷ এমন এক দুনিয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এমন এক দুনিয়ার দিকে, যেখানে সমস্ত বাস্তব দুনিয়ার সমস্ত বিষয়ই আদপে ভার্চুয়ালে পরিণত হচ্ছে। সেই দিন্নবেশি দূর নয়-- যেদিন আর্টওয়ার্ক থেকে রিয়েল এস্টেট পুরোটাই ভার্চুয়ালে পরিণত করে ফেলবে। ভারতে সম্প্রতি এইরকম একটি বিষয়ের উদাহরণ দেখা গেল। NFT এর মাধ্যমে NFT এর মাধ্যমে এবার লঞ্চ করা হতে চলেছে গানের অ্যালবাম! তাও খোদ ভারতে! বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্যি। দেশে প্রথমবারের মত লঞ্চ করা হচ্ছে ভার্চুয়াল NFT মাধ্যমে। Jupiter Meta হল দেশের প্রথম সম্পূর্ণভাবে NFT-র মাধ্যমে তৈরি একটি মার্কেটপ্লেস। এই সংস্থাই নিয়ে আসছে দেশের প্রথম মিউজিক NFT। বিশিষ্ট গায়ক এবং সুরকার কার্তিক এই প্রোজেক্ট লঞ্চ করবেন। এই কার্তিকের একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তামিল, তেলুগু এবং মালায়ালি সিনেমায়। এই কার্তিকই নিজের মেটাভার্স সোলো কনসার্টের মাধ্যমে 2022 সালের এপ্রিল মাসের 14 তারিখ নিয়ে আসছেন মিউজিক NFT। Read More : বিষয়টি দেশের সঙ্গীতজগতের জন্য এক বিরাট বড় পদক্ষেপ হতে চলেছে। NFT এর মাধ্যমে সঙ্গীত অ্যালবামের রিলিজ সঙ্গীতশিল্পীদের হাতে অনেকটা স্বাধীনতা দেবে৷ NFT অনেকগুলো বেনিফিট বা সুবিধা যোগ করবে। পাশাপাশি, NFT এর মাধ্যমে মিউজিক লঞ্চ করা হলে, গ্রাহকেরা সরাসরি শিল্পীদের সঙ্গে সংযোগস্থাপন করতে পারবেন৷ বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কার্তিক নিজেও৷ তিনি জানিয়েছেন, " এই রকম কিছু যে করছি, তাও মেটাভার্স ব্যবহার করে-- সেটা আমার কল্পনারও বাইরে। আমি অত্যন্ত আনন্দিত যে আমার ভক্তদের নতুন গানের অভিজ্ঞতা হবে। এটা দুর্দান্ত হতে চলেছে।' স্বাভাবিকভাবেই বোঝা যায়, NFT- এর মাধ্যমে ফ্যানবেস তৈরি করা নিয়ে কার্তিক নিজে প্রচন্ড আগ্রহী। একইরকমভাবে উচ্ছ্বসিত Jupiter Meta-র CEO মনসা রঞ্জন ( Mansa Ranjan)। নতুন বিষয় নিয়ে কাজ করতে যে সবাই যে আগ্রহী, তা বোঝা যাচ্ছে। এখন দেখার নতুন এই বিষয়টি ভারতে কতটা সফল হয়।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/hcm7NsG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads