ইচ্ছেপূরণ! মায়ের ভিক্ষাবৃত্তির খুচরো পয়সায় স্কুটি কিনলেন ছেলে https://ift.tt/8xC2Uzl - MAS News bengali

ইচ্ছেপূরণ! মায়ের ভিক্ষাবৃত্তির খুচরো পয়সায় স্কুটি কিনলেন ছেলে https://ift.tt/8xC2Uzl

Krishnanagar-এ বেনজির ঘটনা। ভিক্ষে করে তিল তিল করে টাকা জমিয়েছিলেন মা। আর সেই টাকা দিয়েই স্কুটি কিনল ছেলে। যা দেখে হতবাক গাড়ির শোরুমের মালিক। গোটা দিন ধরে গাড়ির ওই শোরুমে চলল খুচরো পয়সা গোনার কাজ। বাড়ি থেকে মায়ের তিল তিল করে জমানো খুচরো পয়সা বালতি করে এনেছিল ছেলে রাকেশ পারেখ। মা বুলু পারেখের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ছেলেকে একটা স্কুটি উপহার দেবেন। ছেলের আর পাঁচটা বন্ধু-বান্ধবের মত মোটরসাইকেল চালাক, এমনটাই চাইতেন বুলু পারেখ। কিন্তু, ইচ্ছে থাকলেও তো উপায় ছিল না। কিন্তু, ভিক্ষুক মায়ের ছিল মনের জোর। আর তাই ভিক্ষাবৃত্তি থেকে জমানো সমস্ত পয়সা ছেলের হাতে তুলে দিলেন তিনি। কৃষ্ণনগর পালপাড়ার একটি শোরুমে চারচাকা গাড়ি ভাড়া করে বালতি ভর্তি খুচরো পয়সা নিয়ে গিয়ে স্কুটি কিনলেন বুলু পারেখের সন্তান রাকেশ পারেখ। মায়ের তিল তিল করে জমানো পয়সা দিয়ে গাড়ি কিনে খুব খুশি রাকেশ। বাড়িতে স্কুটি নিয়েই প্রথমে মাকে চড়াবেন বলে জানালেন রাকেশ। তিনি বলেন, ''মায়ের কাছে আমি চিরঋণী। আমি ভাবতে পারিনি মা ভিক্ষা করে আমার শখ পূরণ করবেন।'' প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে কিছু না কিছু। আর সেই স্বপ্নপূরণের তাগিদে যে কোনও মূল্য চোকাতেও রাজি হন অনেকে। ঠিক তেমনটাই যেন করলেন কৃষ্ণনগরের এই মা। ছেলের স্বপ্নপূরণ করতে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন তিনি। তিন তিল করে পয়সা জমিয়ে ছেলেকে নতুন স্কুটি কিনে দেন তিনি। সম্প্রতি এমনভাবেই জমানো কিনেছেন তামিলনাড়ুর ভি বুবাথি নামে এক যুবক। বুবাথির অনেক দিনের ইচ্ছে ছিল একটি বাইক কেনার। কিন্তু, পয়সার অভাবে সেই স্বপ্নপূরণ হচ্ছিল না। এরপর থেকেই সে খুচরো পয়সা জমাতে শুরু করে। কষ্ট করে তিন বছর ধরে খুচরো পয়সা জমিয়ে ২ লাখ ৬০ হাজার টাকা জমা করেন। প্রতিটি ১ টাকার কয়েন। মনের জেদ নিয়েই তিল তিল করে জমানো সেই এক টাকার কয়েনগুলি নিয়ে বাইকের শোরুমা পৌঁছন বুবাথি। পছন্দ করেন একটি বাইক। এরপর টাকা বের করতেই হতভম্ব হয়ে যায় শোরুমের কর্মীরা। শোরুমের কর্মীদের ওই পয়সা গুনতে সময় লাগে ১০ ঘণ্টা। কিন্তু, ফিরিয়ে দেয়নি তাঁকে। বাইক নিয়েই বাড়ি ফেরেন বুবাথি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/1a0ujyz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads