ইউক্রেনের শান্তিদূত রুশ ধনকুবেরকে বিষ দিয়ে খুনের চেষ্টা! https://ift.tt/YtKj51p - MAS News bengali

ইউক্রেনের শান্তিদূত রুশ ধনকুবেরকে বিষ দিয়ে খুনের চেষ্টা! https://ift.tt/YtKj51p

Ukraine-এর হয়ে শান্তি আলোচনা (Peace Talk) করতে এসে কি বিষের শিকার হতে হল রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে ()! এমনটাই সন্দেহ করছে সংশ্লিষ্ট মহল। সূত্রের খবর, রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ইতিমধ্যেই একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। Russia Ukraine War-এর জেরেই এই বিধিনিষেধের আওতায় পড়তে হয়েছে তাঁকে। কিন্তু, ইউক্রেনের তরফ থেকে তাঁকে শান্তি আলোচনায় সামিল হওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়েই শান্তি বৈঠকে যোগ দেন রোমান। এই ঘটনার মধ্যেই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানান, তাঁর শরীরে যে সমস্ত উপসর্গ দেখা গিয়েছে, তা মূলত কাউকে বিষ প্রয়োগ করলেই দেখা যায়। উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকেই ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছন রোমান আব্রামোভিচ। তার ঠিক পরেই তাঁর শরীরে বিষ প্রয়োগের উপসর্গ দেখা যায়। সোমবার বিশ্ববিখ্যাত একটি পত্রিকায় এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধুমাত্র রুশ ধনকুবেরই নন, তাঁর সঙ্গে ইউক্রেনের আরও দুই শান্তি দূতকেও সম্ভবত বিষ দেওয়া হয়েছিল। তাঁরা দুজনেই ইউক্রেনীয় প্রতিনিধিদলের দুই শীর্ষ স্তরের সদস্য। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, কিয়েভে আয়োজিত বৈঠকের পরই ওই তিনজন অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁদের চোখ লাল হয়ে গিয়েছিল। চোখ দিয়ে লাগাতার জল পড়ছিল। সেইসঙ্গে, দুই চোখে অসহ্য ব্যথাও শুরু হয়। একইসঙ্গে, তাঁদের মুখ ও হাতের চামড়া খসখসে হয়ে গিয়ে উঠে আসে। এই ধরনের উপসর্গ বিষ প্রয়োগ করলেই দেখা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, বিষয়টি নজরে আসার পরই আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। অসুস্থ তিনজনেরই চিকিৎসা শুরু করা হয়। তাতেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তাঁরা। এই মুহূর্তে তাঁরা তিনজনই ভালো আছেন বলে দাবি সূত্রের। রোমান আব্রামোভিচ ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনা ষোলোয়ানা সত্যি। তবে, এভাবে রোমান আব্রামোভিচের মতো মানুষের উদ্যোগকে বন্ধ করা যাবে ন। যাঁরা যুদ্ধের পক্ষপাতী নন, তাঁরা যেকোনও উপায়ে যুদ্ধ বন্ধ করতে বদ্ধপরিকর। তাই এই ঘটনার পরও শান্তি আলোচনার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন ওই রুশ ধনকুবের। অন্যদিকে, মস্কোর দাবি, শান্তি আলোচনা যখন সবেমাত্র শুরু হয়েছিল, সেই সময় সমঝোতায় আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রোমান আব্রামোভিচ। কিন্তু, এখন দুই পক্ষের সরকারি প্রতিনিধিরাই গোটা বিষয়টি সামলাচ্ছেন!


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/gmyZuTP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads