পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে চান? সুদের হার কত জানেন?? https://ift.tt/2vhlEUF - MAS News bengali

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে চান? সুদের হার কত জানেন?? https://ift.tt/2vhlEUF

যে সমস্ত বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগের পথে হাঁটতে চান, তাঁদের কাছে Public Provident Fund বা একটি বড় বিকল্প। বর্তমানে দেশে নানারকম বিনিয়োগ বিকল্প তৈরি হয়েছে। সেটা মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে, ক্রিপ্টোকারেন্সি-- নানারকম। অনেকেই এই ধরনের বিনয়োগ বিকল্প বেছে নেন। কিন্তু তারপরেও বিনিয়োগ বিকল্পন হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ( Public Provident Fund) বা PPF- এর জবাব নেই। কিন্তু কেন? নয়া হাজারটা বিনিয়োগমাধ্যমের সঙ্গে জড়িয়ে থাকে নানারকম ঝুঁকি। কিন্তু প্রভিডেন্ট ফান্ড ঝুঁকিহীন। তাই বিনিয়োগের জন্য অনেকেই এখনও পাবলিক প্রভিডেন্ট ফান্ডকে ( Public Provident Fund) বেছে নেন। আপনি যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগের পথে হাঁটতে চান তাহলে PPF আপনার জন্য একটি বড় বিকল্প। তবে PPF-এ টাকা রাখার আগে, কয়েকটি জিনিস মনে রাখা দরকার। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার, সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন-- সেই সমস্তকিছু আপনার মাথায় রাখা প্রয়োজন। PPF- সুদের হার যে অর্থবর্ষ শেষ হচ্ছে, সেই অর্থবর্ষে PPF- এর সুদের হার 7.1%। বার্ষিক এই হারে সুদ প্রদান করা হয়ে থাকে৷ বিগত বছরগুলোয় PPF- এর সুদের হার
  • 1999-2000: 12%
  • 2000-2001: 11%
  • 2001-2002: 9.5%
  • 2002- 2002: 9%
  • 2003-2011: 8%
  • 2011-2012: 8.6%
  • 2012- 2013: 8.8%
  • 2013-2016: 8.7%
  • 2016-2016:8.1%
  • 2016-2017: 8%
  • 2017-2017:7.9%
  • 2017-2017:7.8%
  • 2018-2019: 8%
  • 2019-2020: 7.9%
  • 2020-2022: 7.1%
Read More : PPF স্কিমের নির্দিষ্ট কিছু বিষয়
  • PPF- এ টাকা আপনি চেক কিংবা ক্যাশ মারফৎ রাখতে পারবেন।
  • একজন বিনিয়োগকারী সর্বনিম্ন 500 টাকা বিনিয়োগ করতে পারেন এবং সর্বোচ্চ 1.50 লাখ টাকা পর্যন্ত করতে পারেন।
  • এই 1.5 লাখ টাকা নিজের অ্যাকাউন্ট তো বটেই পাশাপাশি অন্য কোনও মাইনরের অ্যাকাউন্টেও রাখতে পারেন।
  • 50 টাকার গুণিতক হিসাবে আপনি নির্দিষ্ট টাকা রাখতে পারেন।
  • PPF অ্যাকাউন্ট হোল্ডাররা 80(C) এর অধীনে কর ছাড় পেতে পারেন।
Read More : সুদের হার কী ভাবে ক্যালকুলেট করা হয়? ত্রৈমাসিকের হিসাবে অর্থমন্ত্রকের তরফ থেকে এর সুদের হার গণনা করা হয়ে থাকে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/W4IMla6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads