মন্দিরের মেলায় 'নিষিদ্ধ' মুসলিম দোকানি, প্রতিবাদে গর্জে উঠলেন দুই বিজেপি নেতা https://ift.tt/NHwm2Yu - MAS News bengali

মন্দিরের মেলায় 'নিষিদ্ধ' মুসলিম দোকানি, প্রতিবাদে গর্জে উঠলেন দুই বিজেপি নেতা https://ift.tt/NHwm2Yu

Muslim ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া ফতোয়ার বিরুদ্ধে সরব হলেন দুই BJP নেতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণী রাজ্য কর্ণাটকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেরাজ্যে বিভিন্ন হিন্দু মন্দিরের আশপাশে যেসমস্ত মেলা বসে, সেই মেলা চত্বরে মুসলিম দোকানদারদের বসার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিভিন্ন চরম দক্ষিণপন্থী সংগঠন। এই খবর কানে যেতেই প্রতিবাদ করেন কর্ণাটকের দুই BJP নেতা এ এইচ বিশ্বনাথ (A H Vishwanath) এবং অনিল বেনাকে (Anil Benake)। এঁদের মধ্যে অনিল স্থানীয় বিধায়ক। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে রাজ্যে BJP সরকার। যা দেখে ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি ৭২ বছরের বিশ্বনাথ। তাঁর প্রশ্ন, অন্যায় হচ্ছে জেনেও কেন এমন বেআইনি ফতোয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না রাজ্যের সরকার? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি। যদিও বিশ্বনাথের কথায় এই ধরনের ফতোয়া আদতে অগণতান্ত্রিক এবং ভারতীয় সংবিধানের পরিপন্থী। এই প্রসঙ্গে প্রবীণ BJP নেতা বলেন, "এই পুরোটাই ব্যাপারটাই চূড়ান্ত পাগলামি। কোনও ঈশ্বর, কোনও ধর্ম এমন ফতোয়া জারির অনুমতি দেয় না। ধর্ম সকলকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। এই ঘটনায় অবশ্যই রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত। আমি জানি না কেন সবকিছু জানার পরও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না!" সূত্রের খবর, কর্ণাটকের উদুপি এবং শিবামোগ্গায় প্রচুর মন্দির রয়েছে। এইসব মন্দিরের আশপাশে প্রচুর দোকান রয়েছে। এছাড়া, যখন কোনও পুজো উপলক্ষে মেলা বসে, তখন সেখানেও প্রচুর দোকান বসানো হয়। সবকটি ক্ষেত্রে হিন্দু, মুসলিম-সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ তাঁদের পসার সাজিয়ে বসেন। এতদিন এ নিয়ে কোনও সমস্যা হয়নি। কিন্তু, সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ বেদিকা, বজরং দল এবং শ্রীরাম সেনার তরফ থেকে ফতোয়া জারি করা হয়। বলা হয়, এইসব জায়গায় কোনও মুসলিম দোকানদারকে বসতে দেওয়া হবে না! BJP সরকারের সাফাই, এই ঘটনার জন্য তারা দায়ী নয়। ২০০২ সালে তৎকালীন কংগ্রেস সরকার একটি নিয়ম শুরু করেছিল। তার জেরেই এখন মুসলিম দোকানদারদের ওইসব জায়গায় বসতে দেওয়া হচ্ছে না। সরকারের এমন আজব যুক্তি শুনে বিরক্ত BJP নেতা এ এইচ বিশ্বনাথ। তিনি বলেন, "কতজন ভারতীয় এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন? কতজন ভারতীয় গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেন? কতজন ভারতীয় বিভিন্ন মুসলিম দেশে কর্মরত রয়েছেন? এই দেশগুলি একজোট হয়ে যদি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ করে, তাহলে বিষয়টা কত দূর গড়াবে? মনে রাখবেন, আজ যে মুসলিমরা ভারতে আছেন, তাঁরা জিন্নাহর সঙ্গে থাকতে চাননি বলেই দেশভাগের সময় ভারত ছেড়ে চলে যাননি। আমাদের সেটা মনে রাখতে হবে। এঁরা সকলে ভারতীয়। এঁরা অন্য কোনও দেশের নাগরিক নন।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/TX67Zro
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads